প্রকাশ: ২০ আগস্ট, ২০২৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা অরোরা নানা বিষয়েই আলোচনায় থাকেন। কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আবার কখনো তার ফিটনেস নিয়ে। এবার বয়স নিয়েও কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথা বলেছেন। ৫১ বছর বয়সি মালাইকা বলেন, অনেকেই আমাকে বলে — ‘ বুড়ি’। কাউকে এসব কথা কীভাবে বলা যায়? মাঝেমধ্যে এসব শুনলে খারাপ লাগে ঠিকই, তবে তিনি পাত্তা দেন না। বিন্দুমাত্র সংবেদনশীলতা নেই এদের মধ্যে। এরা শুধু আমার সাহসী ও শক্তিশালী ব্যক্তিত্বটাই দেখতে পায় বলে জানান অভিনেত্রী।
অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মালাইকা অরোরা। তবে অভিনেতার সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। দীর্ঘ বিরতি শেষে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। কিছু দিন তার সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। একসময়ে সেই সম্পর্কও ভেঙে যায় । এখন একা জীবনযাপন করছেন মালাইকা । তবে কান পেতে শোনা — দ্বিতীয়বারের মতো নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বয়স নিয়ে মন্তব্যে ভেতরে ভেতরে আহত করে বলেও জানান মালাইকা। কটাক্ষকারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এগিয়ে যান এবং যা মন চায় বলতে থাকুন। আমার তাতে কোনো অসুবিধা নেই।
এই দুঃসময়ে পাশে পান ছেলে আরহান খানকে বলেও জানান অভিনেত্রী। তাই ছেলেকেই একমাত্র ভরসা মানেন তিনি। মাইলাকা বলেন, আমার ছেলে আমার অন্যতম ভরসা। ও আমায় সবসময় বোঝায় — ‘ কে কী বলছে , তাতে কীইবা এসে যায়। তুমি কেন মন খারাপ করছ?’ ছেলের সান্ত্বনা নিজের অনুপ্রেরণা ও শক্তি জোগায় বলেই মনে করেন অভিনেত্রী।