প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

প্রায় এক যুগের সিনেক্যারিয়ার সোফি টার্নারের। এ সময়ের মধ্যে মুক্তি পেয়েছে তার অভিনীত মাত্র দশটি সিনেমা। টেলিভিশন সিরিজ গেইম্ অব থ্রোন্স-এর এই তারকা অভিনেত্রীর চলচ্চিত্রের শুরুটা দুর্দান্ত হলেও অভিষিক্ত সিনেমা অ্যানাদার মি সেভাবে সুপারহিট হয়নি। কিন্তু সিনেমায় তার চরিত্র ছিল অসাধারণ।
এ সিনেমার ফে এবং লিলা দুটো চরিত্রে পাশাপাশি অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন-অভিনয়ে তিনি কতটা সম্ভাবনাময়! এবার তার অভিনীত আপাতসেরা চরিত্রটাই হয়তো তার নাতিদীর্ঘ ক্যারিয়ারকে দারুণভাবে চাঙ্গা করবে। এ মাসের ২২ তারিখ মুক্তি পাচ্ছে কার্লসন ইয়ং পরিচালিত ‘ট্রাস্ট’ সিনেমাটি। থ্রিলারধর্মী এ সিনেমার মূল চরিত্রে অভিনয় দুর্দান্ত অভিনয় করেছেন সোফি। আর এ কারণেই পশ্চিমা চলচ্চিত্র বোদ্ধারা ধারণা করছেন, এ সিনেমা দিয়েই দারুণ কিছু অর্জন করতে চলেছেন তিনি। হয়তো বা সেটা হতে পারে বড় কোনো অ্যাওয়ার্ডও। দর্শক মাতাতে আসছে সোফি টার্নারের সিনেমা ট্রাস্ট।
সিনেমাটির নতুন পোস্টারের শিরোনাম ছিল ‘টার্নার ইন ট্রাস্ট’। অর্থাৎ প্রযোজক-পরিবেশকদেরও প্রত্যাশার জন্ম নিয়েছে নতুন লুকের সোফি টার্নারকে ঘিরে। কোনো এক বিশ্বাসঘাতকের কবলে পড়ে কেবিনে আটকে পড়েন তিনি। দুর্দশাগ্রস্ত সেই অবস্থা থেকে তার পালানোরও কোনো পথ নেই। ৯০ মিনিটের এ সিনেমার প্রায় পুরোটাই সোফি টার্নারের চরিত্রটি নিয়ে দুশ্চিন্তায় থাকবেন দর্শক। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন-রাইস কয়রো, বিলি ক্যাম্পবেল, পিটার মেনসাহ, ফরেস্ট গুডলাক, গিয়ানি পাওলো, রেনেটা ভ্যাকা, কেটি সাগাল প্রমুখ। সিনেমাটি নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত এর পরিবেশক কোম্পানিও। তারা বলছেন, ‘আমরা দারুণভাবে আশাবাদী এ সিনেমা নিয়ে। এ কারণেই পোস্টারে লিখেছি টার্নার ইন ট্রাস্ট।’
সোফি টার্নারের ক্যারিয়ারে সেরা সাফল্য বলতে ব্রায়ান সিঙ্গার পরিচালিত এক্স-মেন অ্যাপোক্যালিপ্স। সুপারহিরো ঘরানার এ সিনেমা ২০১৬ সালে নির্মিত হয়েছিল ১৭৮ মিলিয়ন মার্কিন ডলারে। আর এটি বক্সঅফিস থেকে তুলে নিয়েছে ৫৪৪ মিলিয়ন মার্কিন ডলার। এ সাফল্য অবশ্য সোফি টার্নারের একার নয়। কারণ, এতে আরও অভিনয় করেছিলেন-জেনিফার লরেন্স, অস্কার আইজ্যাক, নিকোলাস হল্ট, মাইকেল ফেজবেন্ডারের মতো জাঁদরেল তারকারা।
এরপর সোফির ক্যারিয়ারের উল্লেখযোগ্য সাফল্য বলতে ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ডার্ক ফোনিক্স। সাইমন কিনবার্গ পরিচালিত এ সিনেমাটিও সুপারহিরো ঘরানার। ২০০ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত এ সিনেমা পুঁজি তুলে কিছুটা লাভের মুখ দেখেছে। বাণিজ্যিক সাফল্য খুব একটা বেশি না হলেও বিশেষভাবে আলোচনায় এসেছিলেন এ সিনেমায় অভিনয় করা জেনিফার লরেন্স, জেসিকা চ্যাস্টেইন, নিকোলাস হল্ট, মাইকেল ফেজবেন্ডার, জেম্স মেকাভয় এবং সোফি টার্নার।
আলোচিত অভিনেত্রী সোফি টার্নারের সিনেক্যারিয়ার চাঙ্গা থাকলেও ব্যক্তিজীবন নিয়ে খুব একটা ভালো ছিলেন না সাম্প্রতিক সময়ে। গত বছর দুই সন্তান রেখে বিচ্ছেদ হয়েছে আমেরিকান গায়ক জো জোনাসের সঙ্গে। ২০১৯ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। বিচ্ছেদের পর সন্তানদের অধিকার নিয়ে মামলায়ও জড়িয়েছিলেন তারা। অবশেষে বিচ্ছেদ চূড়ান্ত রেখে আপসরফাও হয়।
যদিও এক সাক্ষাৎকারে সম্প্রতি সোফির সন্তানদের বাবা জো জোনাস স্বীকার করেছেন, ‘আমার বাচ্চাদের আগলে রাখার জন্য যে রকম নারী আমি চেয়েছিলম, সোফি তাদের মতোই একজন। সুতরাং আমি তাকে মিস্ করব।’ এদিকে বর্তমানে নতুন এক সম্পর্কে জড়িয়েছেন সোফি টার্নার। ব্রিটিশ অভিজাত পরিবারের সদস্য মাইকেল পিয়ারসনের ছেলে পেরিগ্রিন পিয়ারসনের সঙ্গে ডেটিং করছেন তিনি।
আরও পড়ুন