আমির খানের বিরুদ্ধে ভাইকে আটকে রাখার অভিযোগ
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

বলিউড অভিনেতা ফয়সাল খান, আমির খানের ভাই। পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তিনি মানসিকভাবে অসুস্থ। এজন্য অভিনেতার চিকিৎসাও চলছিল। কিন্তু সম্প্রতি পরিবারের বিরুদ্ধে, বিশেষ করে তার ভাই এবং বলিউড সুপারস্টার আমির খান, বোন ও মায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
ফয়সাল দাবি করেছেন, তারা তাকে এক বছর ধরে বাড়িতে আটকে রেখেছিলেন। তাকে মানসিকভাবে অসুস্থ বলে আখ্যা দিয়েছেন এবং আরও দাবি করেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমকে ফয়সাল বলেলেন, ‘আমি এক বছর ধরে ঘরে আটকে ছিলাম এবং তারা বলছিল, আমার সিজোফ্রেনিয়া হয়েছে এবং আমি একজন পাগল মানুষ, আমি সমাজের ক্ষতি করব। আমাকে ২০ দিন ধরে হাসপাতালে রাখা হয়েছিল, যে জেনারেল ওয়ার্ডে মানসিক রোগীদের সঙ্গে রাখা হয়েছিল সেখানে আমার পরীক্ষা করা হয়েছিল।’
তবে ফয়সালের এ দাবি নাকচ করে দিয়ে সম্প্রতি আমির খান ও তার পরিবার একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে, ফয়সালের কথায় তারা গভীরভাবে আহত হয়েছেন বলে প্রকাশ করার পাশাপাশি, পরিবার জোর দিয়ে বলেছে, এটিই প্রথমবার নয় যে, তিনি (ফয়সাল) ঘটনাগুলো ভুলভাবে উপস্থাপন করেছেন।
ফয়সালের বিষয়ে সব সিদ্ধান্ত পেশাদার ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেই নেওয়া হয়েছিল। একইসঙ্গে আমির খান জনসাধারণ এবং মিডিয়াকে বিষয়টিকে ‘ক্ষতিকারক গসিপ’-এ পরিণত না করার জন্য অনুরোধ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘ফয়সালের মা জিনাত তাহির হুসেন, তার বোন নিখাত হেগড়ে এবং তার ভাই আমির খান সম্পর্কে বেদনাদায়ক এবং বিভ্রান্তিকর চিত্রায়নে আমরা মর্মাহত। যেহেতু এই প্রথমবার তিনি এসব ঘটনা ভুলভাবে উপস্থাপন করেননি, তাই আমরা আমাদের উদ্দেশ্য স্পষ্ট করা এবং পরিবার হিসাবে আমাদের সংহতি পুনরায় নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করি।’
বিবৃতিতে পরিবারের অন্য সদস্য রীনা দত্ত, জুনায়েদ খান, ইরা খান, ফারহাত দত্ত, রাজীব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সেহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান, টিনা ফনসেকা, জাইন মেরি খান এবং পাবলো খান স্বাক্ষর করেছেন।
কোনো ধরনের অনৈতিক কাজের পরামর্শ খারিজ করে তারা উল্লেখ করেছেন, ‘এটা জানানো গুরুত্বপূর্ণ যে, ফয়সালের বিষয়ে প্রতিটি সিদ্ধান্ত পারিবারিকভাবে, একাধিক পেশাদার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে সম্মিলিতভাবে নেওয়া হয়েছে।
একইসঙ্গে ভালোবাসা, সহানুভূতি এবং তার মানসিক ও মানসিক সুস্থতাকে সমর্থন করার ইচ্ছার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এ কারণে, আমরা আমাদের পরিবারের জন্য একটি বেদনাদায়ক এবং কঠিন সময়ের পরিস্থিতি প্রকাশ্যে আলোচনা করা থেকে বিরত রয়েছি।’
উল্লেখ্য, একসময়ের প্রতিশ্রুতিশীল শিশু অভিনেতা ফয়সাল খান মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করছেন দীর্ঘদিন ধরে। প্রায়শই তার চিকিৎসা সংক্রান্ত তথ্য বাইরে প্রকাশ হতো। তবে গত কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থার কথা প্রকাশ্যে আসেনি।