Advertisement

অন্তঃসত্ত্বার ছবি পোস্ট করে যে বার্তা দিলেন পরিণীতি

যুগান্তর

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। এর আগে গত আগস্ট মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ওপর মিষ্টি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। সেখানে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন— ১+১=৩।

সেই সময় পরিণীতি চোপড়া আরও লিখেছিলেন— আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারব না। এ ছাড়া দুজনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি হন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে অনুরাগীরা। এখন বাবা-মা হিসেবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা।

সেই ঘোষণার পর অভিনেত্রী আর প্রকাশ্যে আসেননি। এবার নিজের ইউটিউব চ্যানেলে বেবি বাম্প নিয়ে নতুন ভিডিওতে দেখা দিলেন পরিণীতি চোপড়া। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই চ্যানেলেই আবার নতুন ভিডিও নিয়ে এসে ভক্ত-অনুরাগীদের চমকে দিলেন অভিনেত্রী।

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট। এই প্রথমবার প্রকাশ্যে এলো গর্ভাবস্থায় পরিণীতি চোপড়ার চেহারা।

ভিডিওর পোস্টে অভিনেত্রী বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে, আমি এই চ্যানেলে কি করব। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেব। সেই চ্যানেলের আট মাস হয়ে গেল।

পরিণীতি চোপড়া বলেন, আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এ রকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারব না। রান্নার ভিডিও করতেও পারব না। তবে আমি যে ভিডিও পোস্ট করব, তা সবার মনে ধরবে, ভালো লাগবে।

আরও পড়ুন

Lading . . .