Advertisement

যতক্ষণ জীবন আছে, ততক্ষণ স্ট্রাগল করতে হবে: অমিতাভ

যুগান্তর

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা আজও অমলিন। ৮২ বছর বয়সেও তিনি রুপালি পর্দায় রাজত্ব করে চলেছেন। তিনি শুধু অভিনয় দিয়েই নয়, ব্যক্তিগত জীবনের নানা ভাবনা নিয়েও তার ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। সেই ধারা অব্যাহত রেখেছেন তিনি।

সম্প্রতি নিজের ব্যক্তিগত সংগ্রামী জীবনের কথা সামাজিক মাধ্যমে একটি পোস্টে তার ভক্তদের জানিয়েছেন বিগবি। অভিনেতার সেই পোস্ট নিয়ে নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনার গুঞ্জন ওঠে।

এর আগেও অমিতাভ বচ্চন নিজের শারীরিক অবস্থা নিয়ে একই রকম পোস্ট করেছিলেন। সেই সময় মজার ছলে এ বর্ষীয়ান অভিনেতা লিখেছিলেন— এখন তার জন্য সবচেয়ে সহজ কাজগুলোও কঠিন হয়ে পড়েছে।

কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন চিকিৎসকদের কথা। সেই চিকিৎসকরা তাকে দাঁড়িয়ে প্যান্ট না পরার পরামর্শ দিয়েছিলেন। কারণ তার নাকি ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। অভিনেতা বলেন, একসময়ের সহজ রুটিনগুলো এখন নতুন করে শুরু করা কঠিন— জীবন বদলে গেছে এবং এটা মেনে নিতে হবে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তার জীবনের সংগ্রাম ও বার্ধক্য নিয়ে অকপটে কথা বলেছেন এ বর্ষীয়ান অভিনেতা। অমিতাভ লিখেছেন— যতক্ষণ জীবন আছে, ততক্ষণ স্ট্রাগল করতে হবে। লড়াই চালিয়ে যান।

অভিনেতার এ পোস্টটি রীতিমতো ভাইরাল হয়েছে। কেউ কেউ ভাবছেন ব্যক্তিগত জীবনে কি কোনো সমস্যায় আছেন শাহেনশাহ? এক নেটিজেন সেই কথার সঙ্গে সহমত পোষণ করে লিখেছেন— যেখানে কোনো সংগ্রাম নেই, সেখানে কোনো এনার্জিও নেই।

আরেক নেটিজেন লিখেছেন—জীবন একটা চ্যালেঞ্জ। প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ নিতে হয়। এভাবেই জীবন আকর্ষণীয় ও অর্থপূর্ণ হয়ে উঠতে পারে।

Lading . . .