প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

বলিউডের ঝলমলে রূপালী পর্দায় যিনি একসময় ছিলেন গ্ল্যামারাস নায়িকা, আজ তিনি দাঁড়িয়ে আছেন সম্পূর্ণ ভিন্ন এক জগতে। সত্তরের দশকের শুরুতে মুম্বাইয়ে জন্ম নেওয়া টিউলিপ জোশি, যাকে একসময় যশরাজ ফিল্মস আবিষ্কার করে দিয়েছিল বলিউডের রঙিন দুনিয়া। উদয় চোপড়া থেকে সালমান খান, শহিদ কাপুর কিংবা মাম্মতির মতো তারকাদের সঙ্গে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আলো ঝলমলে সেই নায়িকা এখন অভিনয়ের বদলে বেছে নিয়েছেন জ্যোতিষ বিদ্যা।
ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন টিউলিপ জোশি। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সিনেমাটির গানগুলো বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করে, বিশেষ করে টাইটেল গানটি। এই সিনেমায় টিউলিপ জোশির সঙ্গে উদয় চোপড়া, জিমি শেরগিলও অভিনয় করেন। সিনেমাটি সফল হলেও টিউলিপ জোশির ক্যারিয়ার তেমন আগায়নি। পরবর্তীতে ‘মাতৃভূমি’, ‘দিল মাঙ্গে মোর’, ‘জয় হো’ এর মতো অনেক সিনেমায় কাজ করেন টিউলিপ। কিন্তু এই তিনটি সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
টানা তিনটি সিনেমা ফ্লপ হওয়ার পর, টিউলিপ জোশি দক্ষিণী সিনেমার দিকে ঝুঁকে পড়েন। কন্নড়, পাঞ্জাবি, তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমাতেও কাজ করেন। তাকে শেষবার দেখা যায় ‘জয় হো’ সিনেমায়। এটি ২০১৪ সালে মুক্তি পায়। সালমান খান অভিনীত এই সিনেমায় ক্যামিও চরিত্র অভিনয় করেন টিউলিপ।
এদিকে ব্যক্তিগত জীবনে ক্যাপ্টেন বিনোদ নায়ারকে বিয়ে করেছেন টিউলিপ। ১৯৮৯-১৯৯৬ সাল পর্যন্ত পাঞ্জাব রেজিমেন্টের ১৯তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন নায়ার। তিনি একজন কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন। ‘প্রাইড অব লায়নস’ নামে জনপ্রিয় একটি উপন্যাসও রচনা করেছেন টিউলিপের স্বামী।
কিন্তু গত ১০ বছর ধরে গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটা দূরে জীবনযাপন করছেন টিউলিপ জোশি। ২০০৭ সালে স্বামীকে নিয়ে এ অভিনেত্রী প্রতিষ্ঠা করেছেন ‘কিমি কনসালটিং’। এই সংস্থা যৌথভাবে পরিচালনা করছেন তারা। একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি, টিউলিপ একজন জ্যোতিষীও। বর্তমানে বৈদিক জ্যোতিষ ও জীবনধারা পরামর্শবিদ্যা নিয়ে কাজ করছেন এ অভিনেত্রী।
আরও পড়ুন