Advertisement

আব্রাহামের প্রেমে মজেছিলেন ক্যাটরিনা, যা বললেন বিপাশা

কালবেলা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জন আব্রাহাম, বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফ । ছবি : সংগৃহীত
জন আব্রাহাম, বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফ । ছবি : সংগৃহীত

বলিউডের দুই গ্ল্যামার কুইন বিপাশা বসু ও ক্যাটরিনা কাইফ। দুজনই তাদের অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছিলেন দর্শকদের হৃদয়। একসময় তাদের পর্দায় দেখা গেলেও বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন তারা। তাই বলে কি গসিপ কি আর বন্ধ থাকে? তাই তো এবার সামনে এলো বিপাশা-ক্যাটরিনার প্রেম কাহিdb।

জানা যায়, বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক খ্যাত অভিনেতা জন আব্রাহামের প্রেমে পড়েছিলেন এই দু নায়িকা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৮ সাল। ততদিনে বিপাশা ও জন আব্রাহমের প্রেমের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ঠিক তখনই বলিউডে রটে যায়, বিপাশাকে ছেড়ে নাকি জন আব্রাহম ক্যাটরিনার প্রেমে মত্ত। অন্যদিকে, নাকি সালমানের কাছ থেকে সরে এসে ক্যাটরিনার নতুন প্রাণভ্রমর পেশিবহুল জনই। ‘নিউ ইয়র্ক’ ছবির শুটিংয়ের সময়ই নাকি জন আব্রাহাম ও ক্যাটরিনার মধ্যে মন দেওয়া-নেওয়া হয়।

ক্যাটরিনা ও আব্রাহামের প্রেম গুঞ্জন যখন চরমে, ঠিক সেই সময়ই কফি উইথ করণে হাজির হলেন বিপাশা বসু। করণের সঙ্গে কথা কথায় জন ও ক্যাটরিনার প্রেমের প্রসঙ্গ উঠতেই বিপাশা বলেন, ‘ক্যাটরিনা আমার থেকে জুনিয়র। জুনিয়রদের শুধুই শুভেচ্ছা দিতে চাই। আমার আর তেমন কিছু বলার নেই। ক্যাটরিনা যেটা করছে, হয়তো ভালোই করছে। আমি যা করেছি বা করছি সেটা আমার জন্য ভালো।’ সেদিন আব্রাহামের প্রসঙ্গ এভাবেই এড়িয়ে গিয়েছিলেন বিপাশা। তবে ক্যাটরিনাকে যে খুব একটা পছন্দ করছেন না, বিপাশা তা বুঝিয়ে দিয়েছিলেন স্পষ্ট।

উল্লেখ্য, ক্যাটরিনা ও ভিকি কৌশল ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা প্যালেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের অনুষ্ঠানটি ছিল বলিউডের অন্যতম আলোচিত আয়োজন। এদিকে অভিনয়ের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন ভিকি এবং বিয়ের পর থেকেই ক্যাটরিনা আছেন অভিনয় থেকে কিছুটা দূরে। সম্প্রতি প্রকাশ্যে আসা ক্যাটরিনার বেবিবাম্পের ছবি ভক্তদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। মাতৃত্বের পথে ক্যাটরিনার এ নতুন অধ্যায়কে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ এখন প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়।

অন্যদিকে ২০২২ সালের নভেম্বরে এক কন্যাসন্তানের জন্ম দেন বিপাশা। বর্তমানে সন্তান ঘিরেই ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী।

Lading . . .