Advertisement

হঠাৎ কি কারণে রাজপথে অক্ষয়

যুগান্তর

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গণেশচতুর্থীতে মেতেছিল গোটা মুম্বাই শহর। আরব সাগরের তীরে এখনো রয়ে গেছে গণেশ বিসর্জনের ছাপ। সেই অপরিচ্ছন্নতা দূর করতে এবার পথে নামলেন বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

নিজে হাতে পরিষ্কার করলেন জুহু সৈকত। সেই সময় অভিনেতার পরনে ছিল নীল শার্ট ও কালো প্যান্ট। হাতে সবুজ রঙের গ্লাভস। এভাবেই রোববার (৭ সেপ্টেম্বর) সকালে দেখা যায় অক্ষয়কে।

অভিনেতার সঙ্গে এদিন দেখা যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতা ফডণবীসকে। বিএমসি কমিশনার ভূষণ গগরানিও ছিলেন তাদের সঙ্গে। তিনজনকেই জুহু সৈকত পরিষ্কার করতে দেখা যায়।

গণেশ বিসর্জনের পর মূর্তির সাজসজ্জার নানা অংশ, ফুল, মালা ইত্যাদি পড়েছিল সমুদ্রসৈকতে। সেগুলো তুলে পরিষ্কার করেন অভিনেতা। এ প্রসঙ্গে গণমাধ্যমের কাছে অক্ষয় কুমার বলেন, জ্ঞান আমাদের শেখায়— পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও এ কথা বারবার বলেছেন। পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; শুধু বিএমসিরও দায়িত্ব নয়। সাধারণ মানুষকেও খেয়াল রাখতে হবে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের স্ত্রী অমৃতাও প্রায় একই সুরে বলেন, কত মানুষ পরিষ্কার করার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন আজ। আমরা মানুষকে সচেতন করাতে চাই। অক্ষয়দের দেখে ভিড় করেন মুম্বাই শহরের সাধারণ মানুষও। তারাও সমুদ্রসৈকত পরিষ্কার করার কাজে হাত লাগান।

উল্লেখ্য, অক্ষয়কে খুব শিগগির দেখা যাবে ‘ভূত বাংলা’ নামে একটি সিনেমায়। তার বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী ওয়ামিকা গব্বী।

Lading . . .