Advertisement

হারিয়ে গেছেন খলনায়ক আশীষ বিদ্যার্থী?

যুগান্তর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

আশীষ বিদ্যার্থী। ছবি: সংগৃহীত
আশীষ বিদ্যার্থী। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রিতেই যিনি ত্রাসের রাজত্ব করে চলেছেন, খলনায়কের চরিত্রে যার চোখের চাহনি আর সংলাপ দর্শকদের মনে গেঁথে আছে। তিনি অনেক বছর ধরে বলিউডের রুপালি পর্দায় নেই।

ভয়ঙ্কর এ দাপুটে অভিনেতা কেন নেই? এ বিষয়ে হারিয়ে যাওয়ার আসল কারণ জানালেন তিনি। আর দিলেন এমন এক শর্ত, যা না মানলে অভিনয়ে আর ফিরবেন না আশীষ বিদ্যার্থী। কি সেই শর্ত?

সম্প্রতি অভিনেতা তার ইউটিউব চ্যানেলে দীর্ঘদিন অভিনয়ে না থাকার কারণ এবং আদৌ অভিনয়ে ফিরবেন কিনা এ বিষয়ে খোলাসা করেছেন সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে।

আশীষ বিদ্যার্থী বলেন, আমি জানি অনেকে জানতে চেয়েছেন কেন আমি এখন আর সিনেমায় দেখা দিচ্ছি না। সত্যি বলতে আমি একজন ভালো অভিনেতা, কিন্তু আমি এখন এমন চরিত্রের জন্য অপেক্ষা করছি, যেগুলো আগে পাইনি। যেমন মুখ্য চরিত্র।

তিনি বলেন, আমি এখনো নির্মাতা, প্রযোজক ও কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে যোগাযোগ রাখছি। আগে পাইনি মানে এই না যে, এখনো পাব না। আমি এমন চরিত্রের জন্য প্রস্তুত, যেখানে আমার অভিনয় দিয়ে গল্প টানব।

এ খলঅভিনেতা বলেন, যে মুহূর্তে উপযুক্ত চরিত্র আসবে, আমি আবার ফিরব। আমি হারিয়ে যাইনি।

উল্লেখ্য, আশীষ বিদ্যার্থী দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে ১১টি ভাষায় ৩০০-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘দ্রোহকাল’, ‘বাস্তব’ কিংবা ‘হায়দার’-এর মতো সিনেমায় নেগেটিভ চরিত্রে তার অভিনয় প্রশংসিত হলেও কখনো প্রধান চরিত্রে দেখা যায়নি তাকে।

আরও পড়ুন

Lading . . .