Advertisement

ঝড় তুলতে আসছে ৩৭৫ কোটি বাজেটের ‘কুলি’

যুগান্তর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

24obnd

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের 'কুলি' সিনেমাপ্রেমী দর্শকদের উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে তামিল এ সিনেমার গান ‘মনিকা’ মুক্তি পেয়েছে। তাই ‘কুলি’ সিনেমাটি নিয়ে সবচেয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে।

সিনেমাটি বক্স অফিসে এক হাজার কোটি রুপি ছাড়িয়ে যাবে কিনা—এমন কথাও শোনা যাচ্ছে। এ বিষয়ে পরিচালক লোকেশ কনাগারাজের প্রতিক্রিয়াও সামনে এসেছে। যদিও সিনেমার প্লট এখনো প্রকাশ করা হয়নি। তবে সম্প্রতি মুক্তি পাওয়া টিজার দর্শকদের কৌতূহলী করে তুলেছে।

বহুল প্রতীক্ষিত লোকেশ কনাগারাজ পরিচালিত এ সিনেমাটি আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে। এই অ্যাকশন ঘরানার সিনেমাটিতে বাজেট ও পারিশ্রমিকের অঙ্ক এমন উচ্চতায় পৌঁছেছে, যা ভারতীয় সিনেমায় নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ‘কুলি’র নির্মাণ বাজেট ৩৫০ কোটি রুপি। প্রিন্ট ও প্রচারণার জন্য অতিরিক্ত ২৫ কোটি বরাদ্দ রাখায় মোট বাজেট দাঁড়িয়েছে ৩৭৫ কোটি।

আর 'কুলি' সিনেমায় রজনীকান্ত নিয়েছেন ১৫০ কোটি রুপি। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ অঙ্ক ২৮০ কোটি বলে দাবি করা হয়েছে। পরিচালক লোকেশ কানাগরাজের পারিশ্রমিক ৫০ কোটি। নাগার্জুন আক্কিনেনি নিয়েছেন ২৪ কোটি, ১৫ মিনিটের প্যাওয়ার-প্যাকড ক্যামিওর জন্য মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান নিয়েছেন ২৫–৩০ কোটি রুপি।

এ ছাড়া অভিনেত্রী পূজা হেগড়ে গানে বিশেষ উপস্থিতির জন্য ২ কোটি পরিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। অবশ্য অভিনেত্রী শ্রুতি হাসান, সত্যরাজ, উপেন্দ্র নির্দিষ্ট পারিশ্রমিকের অঙ্ক কত, তা জানা যায়নি।

'কুলি' সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত। সিনেমাটি কেবল রজনীকান্তের জন্য নয়, বরং কাস্টিংয়ের জন্যও ব্যাপক আলোচিত হচ্ছে। এ সিনেমাটি রজনীকান্তের আরও একটি বিশেষ কারণ— নির্মাতা লোকেশ কনাগারাজের সঙ্গে এই প্রথমবার কাজ করছেন তিনি।

এর আগে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে 'কুলি' সিনেমা প্রসঙ্গে পরিচালক লোকেশ কনাগারাজ বলেন, আমি সিনেমা বানাই দর্শকের ১৫০ কিংবা ১৯০ রুপিকে টার্গেট করে। এটা টিকিটের দাম, দর্শকের সন্তুষ্টিই আমার লক্ষ্য। এ জন্য আমি এক হাজার কোটির দিকে তাকাই না।

তিনি বলেন, আমি আসলেই জানি না। এ মুহূর্তে আমি বলতে পারব না, সিনেমাটি এক হাজার কোটি ছুঁবে কিনা। কিন্তু আমি একটি সংখ্যা নিশ্চিত করে বলতে পারি— প্রত্যেক দর্শকের খরচ হবে ১৫০ রুপি, তাদের এ খরচ বৃথা যাবে না।

আরও পড়ুন

Lading . . .