প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৫

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিপাকে পড়েছেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনের অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। এটা নিয়েই এই নায়িকা পড়েছেন ঝামেলায়।
শনিবার (২৩ আগস্ট) রাতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানান, নিজের ভেরিফায়েড ও প্রিমিয়াম লিংকডইন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি।
এ বিষয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে শ্রদ্ধা লিখেছেন, ‘প্রিয় লিংকডইন, আমি আমার নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছি না কারণ লিংকডইন মনে করছে এটি ভুয়া। কেউ কি আমাকে সাহায্য করতে পারবেন? অ্যাকাউন্টটি সেটআপ করা, প্রিমিয়াম এবং ভেরিফায়েড, তবুও কেউ এটি দেখতে পাচ্ছে না।’
ঘটনাটি লিংকডইনের ভেরিফিকেশন বা মডারেশন সিস্টেমের ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, উদ্যোক্তা কার্যক্রম শেয়ার করার উদ্দেশ্যে খোলা শ্রদ্ধার ওই অ্যাকাউন্ট ভুলবশত ফ্ল্যাগ হয়ে ব্লক হয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এখনও লিংকডইনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা তার অ্যাকাউন্টের বর্তমান অবস্থা নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়নি।
আরও পড়ুন