Advertisement

দুই বছর ধরে আলু সেদ্ধ খাচ্ছেন ইমরান হাশমি

যুগান্তর

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

ইমরান হাশমি। সংগৃহীত ছবি
ইমরান হাশমি। সংগৃহীত ছবি

ইমরান হাশমির খাবারের তালিকা দেখলে ভ্রু কুঁচকে যেতে পারে। সালাদ, মুরগির মাংসের কিমা আর এক বাটি রাঙাআলু সেদ্ধ। ব্যাস এতটুকুই। এক দুদিন না, টানা দুই বছর এই খাবার মেন্যুতেই চলছে বলিউড তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইমরান হাশমি।

অভিনেতা বলেন, আমি দিন শুরু করি এক বাটি সালাদ দিয়ে। সঙ্গে থাকে মুরগির মাংসের কিমা, যা হজম করতে সুবিধা হয়। মাংস চিবোতে বিশেষ ভালো লাগে না বলে এভাবে খাই। সঙ্গে থাকে এক বাটি রাঙাআলু সেদ্ধ।

খাদ্যভাস নিয়ে ইমরান আরও বলেন, শেষ দুই বছর ধরে এটাই আমার ডায়েট। রাঁধুনি একবারে এক সপ্তাহের খাবার প্রস্তুত করে রাখেন। সেটাই প্রতিদিন নিয়ম করে খাই।

অনেকেই আছেন, একবেলার খাবার অন্য বেলা দেখলেই মেজাজ বিগড়ে যায়। সেখানে একই খাবার এতদিন ধরে খাচ্ছেন অভিনেতা। এ বিষয়ে পুষ্টিবিদরা বলছেন— একেই বলে ‘মনো ডায়েট’।

কার্বোহাইড্রেট সমৃদ্ধ মনো ডায়েট হচ্ছে—আলু, ভাত, কলা দিয়ে ডায়েট। এতে কার্বোহাইড্রেট ও শর্করা থেকে শক্তি পায় শরীর। প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ কম থাকে। প্রোটিনসমৃদ্ধ মনো ডায়েট খাবার যেমন ডিম, মাংসই থাকে মূলত। এ ধরনের ডায়েটে প্রোটিনের ভাগ বেশি থাকলেও ফাইবার ও উদ্ভিজ্জ ভিটামিন বাদ পড়ে।

আরও পড়ুন

Lading . . .