Advertisement

আমাদের কেউ আলাদা করতে পারবে না: সুনীতা আহুজা

কালবেলা

প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৫

গোবিন্দ ও সুনীতা আহুজা । ছবি : সংগৃহীত
গোবিন্দ ও সুনীতা আহুজা । ছবি : সংগৃহীত

বলিউডে হঠাৎ করেই রটেছিল এক অশনিসংকেত। বিচ্ছেদের পথে হাঁটছেন অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য ভেঙে যাবে, এমন খবর ছড়িয়ে পড়তেই হতাশায় ভুগছিলেন ভক্তরা। কিন্তু অবশেষে গণেশ পূজার দিন সব জল্পনা উড়ে গেল ধুলিসাৎ হয়ে। একসঙ্গে মঞ্চে হাজির হয়ে গোবিন্দ-সুনীতা জানিয়ে দিলেন, তাদের আলাদা করা কারও পক্ষে সম্ভব নয়।

গণেশ পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা দৃঢ় কণ্ঠে বলেন, 'আজ আমাদের একসঙ্গে দেখে সবার গালে থাপ্পড় পড়েছে। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম? আমাদের কেউ আলাদা করতে পারবে না, ভগবানও নন, শয়তানও নয়। আমার বর শুধুই আমার, গোবিন্দও শুধুই আমার।'

এখানেই থেমে থাকেননি তিনি। হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যতক্ষণ না তিনি নিজে মুখ খুলছেন, ততক্ষণ এসব গুজবকে বিশ্বাস না করার জন্য অনুরোধ করেন সবাইকে।

এদিকে দম্পতির কন্যা টিনা আহুজাও এই জল্পনা উড়িয়ে দিয়ে বলেন, ‘এই সব খবর সম্পূর্ণ গুজব। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের বিষয়।’

অবশেষে গুঞ্জনের ঝড় থেমে গিয়ে হাসি ফুটেছে ভক্তদের মুখে। ৩৮ বছরের দাম্পত্যকে আরও একবার শক্ত হাতে ধরে রাখলেন গোবিন্দ–সুনীতা, প্রমাণ করলেন ভালোবাসার কাছে কোনো গুজব টেকে না।

Lading . . .