মা শ্রীদেবীর জন্মদিনে যা করলেন জাহ্নবী কাপুর
প্রকাশ: ১৭ আগস্ট, ২০২৫

প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর জন্মদিনে প্রতি বছরের মতো এবারও তিরুমালা মন্দিরে গিয়েছিলেন বনি কাপুর ও শ্রীদেবী দম্পতির বড় মেয়ে জাহ্নবী কাপুর। সেখানে তিনি মায়ের আত্মার শান্তি কামনায় পূজা দেন। তবে এবার অভিনেত্রী একা ছিলেন না। তার সঙ্গে ছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। মায়ের প্রতি তার ভালোবাসা ও শ্রদ্ধা বরাবরই জানান দেন শ্রীদেবীকন্যা।
শ্রীদেবী চলে গেলেও আজও তার অস্তিত্ব মেয়ের কাছে রয়েছে। মায়ের মতোই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন জাহ্নবী। তবে মায়ের জন্মদিনে প্রতি বছর নিয়ম করে তিরুমালা মন্দিরে পূজা দিতেও ভোলেন না তিনি। এ বছরও তার ব্যতিক্রম হলো না। তবে এবার অভিনেত্রীর সঙ্গে ছিলেন তার আসন্ন ছবি ‘পরম সুন্দরী’র সহ-অভিনেতা এবং ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা।
এ দুই তারকাকে একসঙ্গে পূজা দিতে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে, যা দেখে বেশ উচ্ছ্বসিত জাহ্নবী ও সিদ্ধার্থের অনুরাগীরা।
সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি ‘পরম সুন্দরী’র ট্রেলার। এটি একটি জমজমাট প্রেমের গল্প। ট্রেলারে দুই ভিন্ন রাজ্যের দুটি মানুষের গল্প দেখানো হয়েছে, যাদের মধ্যে সব দিক থেকে বিস্তর পার্থক্য। তাদের হঠাৎ দেখা হয় এবং ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেবে— এটাই সিনেমার মূল আকর্ষণ।
ভালোবাসার মোড়কে এ সিনেমার গল্প পরিবেশিত হবে। তাই এতে খানিক দূরত্ব ও মান-অভিমানের পালা তো থাকবেই। দূরে গিয়ে কি কাছে আসবে পরম আর সুন্দরী? তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দর্শকরা, যা মিটবে এ সিনেমা মুক্তি পাওয়ার পর।
তিরুমালা মন্দিরের পথে একটি ব্লগ ভিডিও মজার ছলে বানান অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘হ্যালো গাইস। এখন আমরা যাচ্ছি তিরুপতি মন্দিরে।’ সঙ্গে সঙ্গে জাহ্নবী তার ভুল শুধরে দিয়ে বলেন, ‘তিরুপতি নয়, তিরুমালা।’
এবার সিদ্ধার্থ বলেন, ‘এই প্রথমবার আমি এই মন্দিরে এসেছি। জাহ্নবী প্রতি বছর এখানে আসে। তবে এ বছর আমাকে আমার ‘সুন্দরী’ এখানে নিয়ে এসেছে। আমরা আমাদের ‘পরম সুন্দরী’ সিনেমার জন্য সবটা উজাড় করে দিয়েছি।
তিনি বলেন, সিনেমাটি আপনাদের যাতে ভালো লাগে, তাই আমাদের এত পরিশ্রম। আমরা ইতোমধ্যে সিনেমার ট্রেলার ও গান দর্শকদের কেমন লেগেছে, তার একটি রিভিউ পেয়েছি। এতটা ভালোবাসা আমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
উল্লেখ্য, বলিউড অভিনেত্রী শ্রীদেবী ১৯৬৩ সালের ১৩ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে ৫৪ বছর বয়সে তার জীবনাবসান ঘটে।