Advertisement

যে কারণে আদালতে ঐশ্বরিয়া

কালবেলা

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। মঙ্গলবার তিনি দিল্লি হাইকোর্টে একটি মামলা করেন।

আদালতে জমা দেওয়া আবেদনে অভিযোগ করা হয়েছে, নায়িকার অনুমতি ছাড়া তার পরিচিতি ব্যবহার করে বিভিন্ন বাণিজ্যিক পণ্য বাজারে আসছে। কফি মগ, টি-শার্ট ছাড়াও অনলাইনে তার ছবি জুড়ে দেওয়া হচ্ছে নানা প্রচারণায়। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কিছু আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা তার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

আইনজীবী সন্দীপ শেঠির দাবি, কিছু প্রতিষ্ঠান এমনকি ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে সরাসরি অর্থ সংগ্রহ করছে। ‘নেশন ওয়েলথ’ নামের এক সংস্থা নিজেদের লেটারহেডে তাকে চেয়ারপার্সন দেখিয়ে ব্যবসা করছে।

শুনানিতে বিচারপতি তেজাস কারিয়া ইঙ্গিত দিয়েছেন, দ্রুতই এ ধরনের অপব্যবহারের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি হতে পারে। আইনজীবীদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে সেলিব্রিটিদের পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহারে ব্যবসায়ীদের আরও সতর্ক করবে।

উল্লেখ্য, এর আগেও একই বিষয়ে ঐশ্বরিয়ার শ্বশুর অমিতাভ বচ্চন আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং তার পরিচিতি ব্যবহারে নিষেধাজ্ঞা পেয়েছিলেন।

Lading . . .