ঢাকায় ‘মালয়েশিয়া এডুকেশন ফেয়ার-২০২৫’-এর উদ্বোধন করলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত
প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

বহির্বিশ্বে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণকে আরও এক ধাপ এগিয়ে নেয়ার লক্ষ্যে আয়োজিত স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার ২০২৫ উদ্বোধন করলেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত মো. সুহাদা ওথমান ।
৬ দিনব্যাপী এই ব্যতিক্রমধর্মী শিক্ষা মেলা ১৮ই জুলাই থেকে শুরু হয়ে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশের তিনটি প্রধান শহর ঢাকা, চট্টগ্রাম ও খুলনা।
মালয়েসিয়ার প্রতিষ্ঠান ই এম জি এস এ মেলার আয়োজন করছে যেখানে শিক্ষার্থীরা পাবেন মালয়েশিয়ার বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এগুলোতে সরাসরি ভর্তির সুযোগ।
বাংলাদেশ এ মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন । এ সময় ই এম জি এস এর ঊর্ধ্বতন কর্মকর্তা রা সহ বাংলাদেশে মেলার আয়োজক ‘নলেজ হাব বাংলাদেশ’ এর কর্মকর্তা রা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ১৮ ও ১৯শে জুলাই, ঢাকার বনানিতে হোটেল সারিনায়, ২১শে জুলাই, খুলনায় হোটেল ক্যাসল সালাম এ এবং ২৪শে জুলাই চট্টগ্রাম এর হোটেল দ্য পেনিনসুলা তে মেলা গুলো অনুষ্ঠিত হবে।
তারা বলেন, এ মেলাতে অংশ নিচ্ছে মালয়েশিয়ার শীর্ষ ১৫টিরও বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় যার মধ্যে রয়েছে ইউনিভার্সিটি মালয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, UCSI, MMU, MSU, SEGi এবং আরও অনেক প্রতিষ্ঠান।
বাংলাদেশে এই ইভেন্টের স্থানীয় আয়োজক ‘নলেজ হাব’ এর চেয়ারম্যান ও সিইও আরিফ সায়েদ বলেন, এই মেলায় আবেদনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অবিশ্বাস্য উপহার যেমন- ফ্রি এয়ার টিকিট অথবা ব্র্যান্ড নিউ ল্যাপটপ ও আকর্ষণীয় গুডি ব্যাগ।
অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের এস এস সি, এইচ এস সি, এ-লেভেল ও অ-লেভেল এর কৃতি ছাত্র-ছাত্রী দের মধ্যে ‘হাই-এচিভারস এ্যাওয়ার্ড’ বিতরণ করা হয়।
আরও পড়ুন