প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে পক্ষপাতিত্বের আশঙ্কা প্রকাশ করেছে শাখা ছাত্রশিবির। বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থি’ শিক্ষকের বিরুদ্ধে আধিপত্যের অভিযোগ তোলে সংগঠনটি।
এসময় তারা দাবি করেন, মানবিক বিবেচনায় ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া শিক্ষার্থীদের সুযোগ অ্যাকাডেমিক পরিসর পর্যন্ত সীমাবদ্ধ রাখা উচিত। অন্যথায় এটি প্রমাণিত হবে-শুধুমাত্র চাকসু নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতেই তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। সেটি ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।
এ অবস্থায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, নির্বাচন কমিশনের অধিকাংশ সদস্য সরাসরি একটি বিশেষ দলের রাজনীতির সঙ্গে জড়িত। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকতে পারে না। কমিশনের দায়িত্বে থাকা অধ্যাপক ড. জাহিদুর রহমান চৌধুরী প্রকাশ্যে ছাত্রশিবিরসহ মতাদর্শবিরোধী সবার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন। তিনি আরও বলেন, এমন একজন শিক্ষক কমিশনে থাকলে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে ঢেলে সাজাতে হবে। ছাত্রশিবিরের অভিযোগ, চাকসুর গঠনতন্ত্রে সভাপতি হিসাবে উপাচার্যকে একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে, যা নির্বাচিত প্রতিনিধিদের স্বাধীনভাবে কাজ করতে বাধা দেবে। অপ্রয়োজনীয় বেশকিছু সহ-সম্পাদক পদ রাখা হয়েছে, যা অবিলম্বে সংশোধনের দাবি জানায় সংগঠনটি।
ছাত্রশিবির সভাপতি আরও বলেন, কোনো আলোচনা ছাড়াই প্রশাসন একটি বিশেষ সংগঠনকে সুবিধা দিতে ভোটার ও প্রার্থীদের বয়সসীমা তুলে নিয়েছে। নির্দিষ্ট দলের নেতাদের ছাত্রত্ব ফিরিয়ে দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ পদক্ষেপের ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে দিতে হবে।
ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার না করায় তারাও ক্যাম্পাসে অবাধ বিচরণ করছে এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বলে অভিযোগ ছাত্রশিবিরের। তারা মনে করে, জুলাই বিপ্লব-পরবর্তী ক্যাম্পাসের জন্য এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। বিজ্ঞান অনুষদের ডিন ড. আল আমিন ন্যূনতম বিচার না করে জুলাইয়ের সঙ্গে বেইমানি করেছেন বলেও মন্তব্য করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর (দক্ষিণ) সভাপতি ইব্রাহিম হোসেন রনি, শাখা সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বায়তুল মাল সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ।
আরও পড়ুন