Advertisement
  • হোম
  • শিক্ষা
  • শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চান নারী এজিএস মেঘলা

শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে চান নারী এজিএস মেঘলা

যুগান্তর

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে নারী এজিএস পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা। শিক্ষার্থীদের দাবি তুলে ধরতে এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

সাংবাদিকতা ও এক্টিভিজমের দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মেঘলা সাংবাদিকতার সময় অন্যায়ের বিরুদ্ধে কলমের মাধ্যমে প্রতিবাদ করেছেন। বিভিন্ন এক্টিভিটির সময় মাঠে নেমে তিনি জনসমক্ষে দাবি আদায়ে সচেষ্ট ছিলেন। নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, আমি সব শিক্ষার্থীর কণ্ঠস্বর হয়ে উঠতে চাই। দায়িত্ব বুঝে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। মেঘলা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নন। জাকসু নির্বাচনে তিনি কেবল শিবিরের প্যানেলে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ঢাকার মিরপুরের বাসিন্দা মেঘলার গ্রামের বাড়ি পাবনা। তার বাবার নাম আবুল হোসেন (ব্যবসায়ী) এবং মায়ের নাম শাহানাজ আক্তার (গৃহিণী)। চার বোনের মধ্যে দ্বিতীয় মেঘলা মনিপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে শিক্ষাজীবন শুরু করে উচ্চমাধ্যমিক শেষ করেন হলিক্রস কলেজে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সহসভাপতি, ধর্ষণবিরোধী মঞ্চের সদস্য এবং যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

Lading . . .