প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

প্রার্থীদের নানা অভিযোগের মধ্যে দিয়ে শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। অবশ্য কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ দেরিতে শুরু হওয়ায় কয়েক মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল, টিএসসি কেন্দ্র, কার্জন হলসহ একাধিক কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয়েছে। এর আগে সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ।
ভূতত্ত্ব বিভাগে ভোটগ্রহণ শুরু হতে দেরি হওয়ায় ১৫ মিনিট সময় দেওয়া হয়েছে। সারিতেও শিক্ষার্থীদের তেমন কোনো ভোটারকে দেখা যায়নি।
ভোটগ্রহণ শুরুর পর সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বেশ স্বতঃস্ফূর্তভাবেই ভোট দিতে আসেন ভোটাররা। তবে বেলা বাড়ার সঙ্গে প্রায় সব প্যানেলের প্রার্থীদের পাল্টাপাল্টি নানা অভিযোগ বাড়তে থাকে। একজন পোলিং অফিসারকেও অব্যাহতি দেওয়া হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাত ১২টার পূর্বেই ফলাফল প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসুতে প্রায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছে।
এফএইচ/আরআইএস