জাবির সাবেক সহকারী প্রক্টর, সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি, সাবেক সহকারী প্রক্টর ও বহিষ্কৃত সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাহমুদুর রহমান জনি কিশোরগঞ্জ জেলা হারুয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও সাবেক সহকারী প্রক্টর (বহিষ্কৃত) এবং জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছেন।
তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনে দেশের পট পরিবর্তনের পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান বলে জানিয়েছে পুলিশ।
ওসি জুয়েল মিঞা বলেন, ‘ছাত্র হত্যা মামলার এজাহারে নাম থাকা সত্ত্বেও এতদিন তিনি আইনের বাইরে ছিলেন। রাতেই তাকে আটক করা হয়েছে।’
জনির গ্রেফতারের খবরে বিশ্ববিদ্যালয় এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে তাকে ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন