স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার শুরু হচ্ছে ১৮ই জুলাই থেকে
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

গ্লোবাল উচ্চশিক্ষার স্বপ্ন পূরণকে আরও এক ধাপ এগিয়ে নিতে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টাডি ইন মালয়েশিয়া এডুকেশন ফেয়ার ২০২৫। এই ব্যতিক্রমধর্মী শিক্ষা মেলা আগামী ১৮ই জুলাই থেকে শুরু হয়ে ২৪ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশের তিনটি প্রধান শহর ঢাকা, চট্টগ্রাম ও খুলনা।
মালয়াসিয়ার প্রতিষ্ঠান ই এম জি এস এ মেলার আয়োজন করছে যেখানে শিক্ষার্থীরা পাবেন মালয়েশিয়ার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি ভর্তির সুযোগ।
মেলা উপলক্ষে মঙ্গল বার গুলশান ক্লাব, ঢাকায় এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। এ সাংবাদিক সম্মেলন এ বাংলাদেশ এ মালায়সিয়ার রাষ্ট্রদুত প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন। এ সময় ই এম জি এস এর ঊর্ধ্বতন কর্মকর্তা রা সহ বাংলাদেশে মেলার আয়োজক ‘নলেজ হাব বাংলাদেশ’ এর কর্মকর্তা রা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আগামী ১৮ ও ১৯শে জুলাই, ঢাকার বনানিতে হোটেল সারিনায়, ২১শে জুলাই, খুলনায় হোটেল ক্যাসল সালাম এ এবং ২৪শে জুলাই চট্টগ্রাম এর হোটেল দ্য পেনিনসুলা তে মেলা গুলো অনুষ্ঠিত হবে।
তারা বলেন, এ মেলাতে অংশ নিচ্ছে মালয়েশিয়ার শীর্ষ ১৫টিরও বেশি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যেমন- ইউনিভার্সিটি মালয়া, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, UCSI, MMU, MSU, SE-এর এবং আরও অনেক প্রতিষ্ঠান।
এই মেলায় আবেদনকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে অবিশ্বাস্য উপহার যেমন- ফ্রি এয়ার টিকিট অথবা ব্র্যান্ড নিউ ল্যাপটপ, আকর্ষণীয় গুডি ব্যাগ ও লাইভ ৩৬০ ক্যামেরা বুথে ছবি তোলার সুযোগ যেখানে শিক্ষার্থী ও ভিজিটররা মজাদার মুহূর্ত ধরে রাখতে পারবেন!
এছাড়া, ফেয়ারের অংশ হিসেবে ঢাকায় অনুষ্ঠিত হবে একটি এক্সক্লুসিভ নেটওয়ার্কিং সেশন, যেখানে উপস্থিত থাকবেন মালয়েশিয়ান বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাংলাদেশের স্কুল-কলেজের কাউন্সেলর ও মিডিয়া পারসোনালিটি।
এই সেশনের লক্ষ্য দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াকে একটি পছন্দসই শিক্ষাগন্তব্য হিসেবে তুলে ধরা। কারণ একমাত্র মালয়শিয়াই অফার করে দেশের কাছে, অ্যাফর্ডএবেল খরচে ওয়ার্ল্ড রাঙ্কিং এ টপ পজিশনে।
আরও পড়ুন