৮০ শতাংশের বেশি ভোট পড়েছে, জানালেন রিটার্নিং কর্মকর্তারা
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে। কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না বলেও জানিয়েছেন তারা
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের কাছে ডাকসু নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। বেলা ৩টার দিকে সিনেট ভবনের কেন্দ্রগুলো পরিদর্শনের পর তিনি বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের স্বচ্ছতার ঘাটতি ছিল না।
উপাচার্য জানান, বিকেল ৩টার দিকেই বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তিনি আরও নিশ্চিত করেন, নির্ধারিত সময় বিকেল ৪টার পরেও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে।
উপাচার্য বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবুও এই ঘটনার জন্য আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’
একজন ভোটারকে দুটি ব্যালট দেওয়ার ঘটনাটির কথা উল্লেখ করেন উপাচার্য বলেন, যার কারণে পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
টিএসসির কেন্দ্রে একজন ভোটারকে ‘ক্রস চিহ্ন’ দেওয়া একটি ব্যালট দেওয়ার অভিযোগের বিষয়েও উপাচার্য দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি বলেন, ‘এখানেও আমরা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি।’
ডাকসু নির্বাচনকে এখন দেশের একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমরা আশা করছি, যিনি জিতবেন ও যিনি বিজেতা হবেন, সবাই ফলাফল মেনে নেবেন। তারা স্বীকার করবেন যে, কোথাও কোনো স্বচ্ছতার ঘাটতি নেই।’