Advertisement
  • হোম
  • শিক্ষা
  • সমান ভোট পেয়ে এজিএস দু’জন, দায়িত্ব পালন করবেন যেভা...

সমান ভোট পেয়ে এজিএস দু’জন, দায়িত্ব পালন করবেন যেভাবে

যুগান্তর

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাহানারা ইমাম হল। ছবি: সংগৃহীত
জাহানারা ইমাম হল। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল সংসদ নির্বাচনে জাহানারা ইমাম হলের এজিএস পদে ১১৩ ভোটে দু’জনের মধ্যে টাই হয়েছে। তারা হলেন লামিয়া জান্নাত এবং সাদিয়া খাতুন।

ফল ঘোষণার সময় বলা হয়, যেহেতু দু’জনই সমান ভোট পেয়েছেন, তাই পালাক্রমে ছয় মাস করে তারা দুজনই এজিএস পদে দায়িত্ব পালন করবেন।

সিনিয়রিটির ভিত্তিতে লামিয়া জান্নাত প্রথম ছয় মাস দায়িত্ব পালন করবেন। এর পরের ছয় মাস দায়িত্ব পালন করবেন সাদিয়া খাতুন।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় জাবি কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন। ভোট গ্রহণ শেষের প্রায় ৪৮ ঘণ্টা পর কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Lading . . .