Advertisement
  • হোম
  • শিক্ষা
  • জুলাই স্মৃতিস্তম্ভ অবজ্ঞা ছাত্র ইউনিয়নের, তোলপাড়

জুলাই স্মৃতিস্তম্ভ অবজ্ঞা ছাত্র ইউনিয়নের, তোলপাড়

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

24obnd

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ অবজ্ঞার অভিযোগ উঠেছে ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ওই স্মৃতিস্তম্ভে ফুল না দিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়া নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে ওই স্থানে ফুল দেন ছাত্র ইউনিয়নের নেতারা। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গণ-অভ্যুত্থানের দিনে জুলাই স্মৃতিস্তম্ভ বাদ দিয়ে অন্য স্থানে শ্রদ্ধাঞ্জলি জুলাই শহীদদের সুস্পষ্ট অবমাননা বলেও মন্তব্য করা হচ্ছে।

জাবিতে সক্রিয় গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ক্যাম্পাসে নির্মিত ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভটি ইতোমধ্যে সরকারি স্বীকৃতি পেয়েছে। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেছেন। এটি ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত একটি প্রতীকী ও ঐতিহাসিক স্থাপনা। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এটিই হওয়া উচিত ছিল একমাত্র উপযুক্ত স্থান। অথচ ইচ্ছাকৃতভাবে কেউ কেউ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, যা উদ্দেশমূলক ও বিভ্রান্তিকর বলেই প্রতীয়মান হয়।

তিনি আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসে এসব বিষয় নিয়ে যদি আমরা সুস্পষ্ট সিদ্ধান্তে উপনীত না হই, তবে আন্দোলনের মূল চেতনা ও অর্জন ধূলিসাৎ হয়ে যেতে পারে। দল-মত নির্বিশেষে সবাইকে ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের মর্যাদা ও গুরুত্ব অনুধাবন করে এখান থেকেই শ্রদ্ধাঞ্জলি জানানো উচিত।

সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী রাব্বি হাসান বলেন, ‘অদম্য ২৪’ তো শুধু একটা ভাস্কর্য নয়, এটি আমাদের আন্দোলনের ইতিহাসের অংশ। জুলাই শহীদদের স্মরণে ফুল দিলে সেটিই হওয়া উচিত ছিল সম্মান জানানোর স্থান। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হলেও এটি অদম্য ২৪ কে উপেক্ষা করার মতোই মনে হয়েছে। ছাত্র ইউনিয়নের মতো সচেতন সংগঠনের কাছ থেকে এমনটা আশা করিনি।’ রাব্বির মতো এমন অভিমত জাবির অনেক শিক্ষার্থীর।

জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, আপনি নিশ্চয় জানেন আমাদের শহীদ মিনারের স্ট্রাকচার আমাদের জাতীয় জীবনের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত নানা আন্দোলনকে নির্দেশ করে। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের শহীদ মিনারে স্মরণ করা সাংঘর্ষিক বলে আমরা মনে করছি না।

আরও পড়ুন

Lading . . .