Advertisement
  • হোম
  • শিক্ষা
  • জবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে ...

জবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে শেখ মুজিবের ছবি অপসারণ

আমার সংবাদ

প্রকাশ: ১৮ আগস্ট, ২০২৫

জবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে শেখ মুজিবের ছবি অপসারণ
জবির প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে শেখ মুজিবের ছবি অপসারণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার দুপুরে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলামের নেতৃত্বে ছবিটি অপসারণ করা হয়।

ছবি অপসারণের বিষয়ে রবিউল ইসলাম বলেন, “শেখ মুজিব বাকশালের প্রবক্তা। তার ধারাবাহিকতায় শেখ হাসিনা ও আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। তারা শেখ মুজিবকে প্রতীক হিসেবে ব্যবহার করছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের এই প্রতীকের কোনো ছবি রাখতে দিতে পারি না। এ কারণে আমরা ঐক্যবদ্ধভাবে ছবিটি অপসারণ করেছি।”

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “ছবি রাখা বা অপসারণের বিষয়ে আমার ব্যক্তিগত কোনো মত বা ইচ্ছা নেই। আমি সাংবিধানিক নীতির প্রতি শ্রদ্ধাশীল এবং তা অনুসরণ করার চেষ্টা করি। প্রশাসন বা উপাচার্যের নির্দেশ ছাড়া আমি নিজে কোনো ছবি অপসারণ করতে পারি না। তবে শিক্ষার্থীরা যদি ছবি অপসারণ করতে চায়, তা তাদের সিদ্ধান্ত। আমি আইন লঙ্ঘন করে কোনো পদক্ষেপ নিতে পারব না।”

এ বিষয়ে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র-জনতার ক্ষোভের মুখে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে নেওয়া হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকেও শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি সরানো হয়েছে। এ ধারাবাহিকতায় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যানের কক্ষে রাখা ছবি অপসারণের বিষয় নতুনভাবে আলোচিত হয়েছে।

ইএইচ

Lading . . .