জাকসুতে অমর্ত্য রায়ের প্রার্থিতার আদেশ চেম্বারে স্থগিত
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫
-68c028848d741.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা ফিরে পাওয়ার হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালত স্থগিতাদেশ দিয়েছেন। ফলে আসন্ন জাকসু নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী শিশির মনির হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেন।
জানা যায়, শুনানিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যুক্তি তুলে ধরে জানায়, অমর্ত্যের নাম ছাড়া ব্যালট পেপার ইতোমধ্যে ছাপা হয়ে গেছে। মাত্র একদিনের মধ্যে নতুন করে ব্যালট ছাপানো সম্ভব নয়। এ কারণে অমর্ত্যের প্রার্থিতা বহাল থাকলে নির্বাচন পিছিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।
আদালতে শুনানির সময় শুরুতে চেম্বার আদালত অমর্ত্যের পক্ষে অবস্থান নিলেও বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর অনুরোধে উপাচার্য মো. কামরুল আহসানের সঙ্গে ফোনে কথা বলেন। ভিসি আদালতকে জানান, অমর্ত্যকে যুক্ত করে নতুন ব্যালট পেপার ছাপাতে অন্তত তিন দিন সময় লাগবে। ফলে নির্ধারিত সময়ে নির্বাচন করা সম্ভব নয়।
এ প্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন। এতে জাকসু নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে, তবে অমর্ত্য রায় ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
বর্তমানে আদালতের ছুটির কারণে ফুল বেঞ্চে আপিল করা সম্ভব নয়। অন্তত দেড় মাস পর ফুল কোর্ট বসলে সেখানে নতুন করে আপিলের সুযোগ তৈরি হবে।
অমর্ত্যের সমর্থকরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্তের কারণে একজন প্রার্থীর অংশগ্রহণের অধিকার হরণ করা হয়েছে। তারা এটিকে জাকসু নির্বাচন বানচাল করার অপচেষ্টা বলে উল্লেখ করেছেন।