Advertisement

ডাকসুর ভোট গণনা হচ্ছে যেভাবে

যুগান্তর

প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

24obnd

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত। কার্জন হল, শারীরিক শিক্ষাকেন্দ্র, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ ও ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ- এই আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট দেন শিক্ষার্থীরা। এখন ফলাফলের অপেক্ষা।

দীর্ঘ ছয় বছর পর এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

৬ পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে আজ (৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে ভোট দিয়েছেন। মোট ১৪টি মেশিনে ব্যালট গণনা শুরু হয়েছে। এসব মেশিনের এক একটির স্ক্যানিং স্পিড প্রতি ঘণ্টায় ৫ হাজার পাতা। কোনোটির সক্ষমতা আরও বেশি, ঘণ্টায় ৮ হাজার পাতা। বিশ্ববিদ্যালয়ের আটটি ভোটকেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে দেখানো হবে।

Lading . . .