জাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা
প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সংগঠনের ঘোষিত প্যানেলে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে মনোনয়ন পেয়েছেন জাবি শাখা শিবিরের সদস্য আরিফুল্লাহ আদিব ও জিএস (সাধারণ সম্পাদক) পদে মনোনয়ন পেয়েছেন জাবি শাখা শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফেরদৌস আল হাসান ও নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে মনোনয়ন ফরম জমাদান শেষে নির্বাচন কমিশন দপ্তরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা দেন সংগঠনের শাখা সভাপতি মুজিবুর রহমান মুহিব।
সংগঠনটি জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।
এছাড়াও শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে আলী জাকি শাহরিয়ার, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া সম্পাদক (ছেলে) পদে মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (মেয়ে) পদে লুবনা, তথ্য—প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক পদে হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক (ছেলে) পদে তৌহিদ, সহ-সমাজসেবা সম্পাদক (মেয়ে) পদে নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে হোসনে মোবারক, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে তানভীর। এছাড়াও কার্যকরী সদস্য ছেলে (৩ জন) পদে রয়েছেন- হাফেজ তরিকুল, আবু তালহা, মহসিন। কার্যকরী সদস্য মেয়ে (৩ জন) পদে ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহা।
সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, এই প্যানেল কেবল শিবিরের নয়। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা শিবিরের বাহিরের শিক্ষার্থীরাও রয়েছেন এখানে। জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা আছেন, নারীরা আছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরাও রয়েছেন। আমরা সবাই মিলে জাহাঙ্গীরনগরে শিক্ষার মান উন্নয়ন ও প্রাণ-প্রকৃতি রক্ষায় কাজ করতে চাই।
আরও পড়ুন