Advertisement
  • হোম
  • শিক্ষা
  • নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘অ্যাডভোকেট তপ...

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘অ্যাডভোকেট তপন বিহারি নাগ’ উপবৃত্তি প্রদান

আমার সংবাদ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘অ্যাডভোকেট তপন বিহারি নাগ’ উপবৃত্তি প্রদান
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘অ্যাডভোকেট তপন বিহারি নাগ’ উপবৃত্তি প্রদান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১২ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে প্রথমবারের মতো ‘অ্যাডভোকেট তপন বিহারি নাগ ছাত্র কল্যাণ উপবৃত্তি’ প্রদান করা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে উপবৃত্তি দেওয়া হয়।

বুধবার বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের মুট কোর্ট কক্ষে উপবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।

উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন বিভাগের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকারি করের টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তোমাদের সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। আবেগ নয়, যুক্তির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও আইন ও বিচার বিভাগের সভাপতি মুহাম্মদ ইরফান আজিজ। স্বাগত বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. আহসান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মো. মনির আলম।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামীতে প্রতিবছর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের এ উপবৃত্তি প্রদান করা হবে।

একই অনুষ্ঠানে আইন বিতর্ক উৎসব ২০২৫ এবং দ্বিতীয় অন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদেরও সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। আয়োজনে সার্বিক সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোসাইটি ও আইন বিতর্ক ক্লাব।

ইএইচ

Lading . . .