Advertisement
  • হোম
  • শিক্ষা
  • জাবির মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদ...

জাবির মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী, সম্পাদক সোহাগ

আমার সংবাদ

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

জাবির মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী, সম্পাদক সোহাগ
জাবির মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী, সম্পাদক সোহাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন বাংলা বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী শেখ সাদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সোহাগ আহমেদ।

শুক্রবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সদ্য নির্বাচিত সভাপতি শেখ সাদী বলেন, “শুরুতে আমি জুলাই শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা জীবন দিয়ে ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসী ছাত্রলীগের করাল গ্রাস থেকে মুক্ত করে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করেছেন। একই সঙ্গে ধন্যবাদ জানাই জাবি ছাত্রদল নেতৃবৃন্দকে, যারা হলে নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমান শিক্ষার্থীদেরকে অগ্রাধিকার দিয়েছেন। আমি স্পষ্ট করে জানাতে চাই— বিগত ফ্যাসিবাদের সময়কার গণরুম, গেস্টরুম নামক ছাত্রলীগের রাজনীতি আর হলে ফিরবে না। এ ব্যাপারে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ। আমরা শিক্ষার্থীদের সহায়তায় হলে মাদক নির্মূলসহ সকল সুস্থ সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে কাজ করবো। আশা করি শিক্ষার্থীরা আমাদের সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবেন।”

সাধারণ সম্পাদক সোহাগ আহমেদ বলেন, “দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ও মনোরম মীর মশাররফ হোসেন হলের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই দায়িত্ব আমাকে অর্পণ করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমার ওপর অর্পিত সকল দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করবো। পাশাপাশি হলের শিক্ষার্থীদের ন্যায্য ও যৌক্তিক দাবি আদায়ে কাজ করে যাবো, ইনশাআল্লাহ। আমার অবস্থান থেকে সর্বদা সৎ, ন্যায়পরায়ণ ও স্বচ্ছ থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”

ইএইচ

Lading . . .