প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শামসুন নাহার হলের কেন্দ্রে ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস প্রার্থী ফরহাদ। এই হলে সাদিক কায়েম ১১৬৪ ভোট এবং জিএস প্রার্থী ৮১৪ ভোট পেয়েছেন।
অন্যদের মধ্যে ছাত্রদলের আবিদুল ইসলাম খান ৪৩৪, আব্দুল কাদের ৫৯ ভোট, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা ৪০৩ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে ছাত্রশিবিরের প্রার্থী এস এম ফরহাদ ৮১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মেঘমল্লার বসু ৫১৭ ভোট পেয়েছেন। অন্যদের মধ্যে আবু বাকের মজুমদার ৩১২ ভোট পেয়েছেন।
সহসাধারণ সম্পাদক পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দীন খান ৯০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম ছাত্রদলের তানভীর হাদী আল মায়েদ ৩৩৬ ভোট পেয়েছেন।
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন ও এজিএস পদে ৪ জন প্রার্থী ছিলেন।
এবার মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোটগ্রহণ করা হয়েছে।
এফএইচ/এএটি