বাংলানিউজটোয়েন্টিফোর
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে প্রায় ৬৯ শতাংশ ভোট পড়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় এই তথ্য জানান টিএসসি কেন্দ্রের প্রধান অধ্যাপক নাসরিন সুলতানা।
তিনি বলেন, বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। মোট ৬৮ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়েছে। সংখ্যায় যা ৩ হাজার ৮০০-৯০০ এর মতো হবে।
এই কেন্দ্রে ভোট দিয়েছে বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা। এই কেন্দ্রে ভোটার ছিল ৫ হাজার ৬৬৫ জন।
এসসি/