প্রচারের শেষ দিনে জাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ছাত্রদল নেত্রী
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫
-68c0156a7aa62.jpg)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
অনন্যা শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জাকসু নির্বাচনে ছাত্রদলে বিদ্রোহ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তিনি।
শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা, বিএনপির নেতৃবৃন্দ সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি কয়েকজন শিক্ষক অনন্যাকে চাপ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে নির্বাচন থেকে সরিয়ে দিয়েছেন।
তবে অনন্যা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাপের কাছে নতি স্বীকার করার মতো কোনো ব্যক্তি নই। আমি আমার নৈতিকতার জায়গা থেকে যেটি ঠিক মনে হয় সেটিই করেছি।
আরও পড়ুন