প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সমর্থিত ও বিকালে রাকসু কার্যালয়ের সামনে ছাত্রশিবির সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করা হয়।
এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রোববার শুরুর দিকে প্রার্থীদের তেমন সাড়া পাওয়া যায়নি। তবে দুপুরের পর শাখা ছাত্রদল, শিবিরসহ বেশ কয়েকটি প্যানেল মনোনয়নপত্র জমা দিয়েছে। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও দুপুরের পর থেকে মনোনয়ন জমা দেয়। বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় থাকলেও প্রার্থীদের আরও সময় দেবে বলে জানায় নির্বাচন কমিশন। তবে, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কতজন জমা দিয়েছেন সে বিষয়ে তথ্য দিতে পারেনি কমিশন।
ছাত্রদল সমর্থিত প্যানেল : শাখা ছাত্রদলের প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। ছাত্রদল তাদের প্যানেলের কোনো নাম দেয়নি। এই প্যানেলে কেন্দ্রীয় সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দিন আবীর, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবন ও এজিএস পদে জাহিন বিশ্বাস এষা নির্বাচন করবেন। আবীর শাখা ছাত্রদলের সহ-সভাপতি, জীবন দপ্তর সম্পাদক এবং এষা যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
এ ছাড়াও প্যানেলে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে নার্গিস খাতুন, সহ-ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে মাহফুজুর রহমান শাওন, সংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফী, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলাবিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহ-মহিলাবিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক পদে গাজী ফেরদৌস হাসান, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক পদে রেদোয়ানুল ইসলাম হৃদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে রাফায়েতুল ইসলাম রাবিত ও সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে নূর নবীকে প্রার্থী করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে মারুফ হোসেন, সহ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাইমুল ইসলাম নাঈম, বির্তক ও সাহিত্যবিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ, সহ-বিতর্ক ও সাহিত্যবিষয়ক সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক এ. আর. রাফি খান ও সহ-পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ) প্রার্থী। এ ছাড়াও সদস্য পদে প্রার্থী হয়েছেন মিনারুল ইসলাম মেঘ, সাইদ হাসান ইবনে রুহুল, মাহবুব মোর্শেদ ইল্লিন ও আশরাফুল ইসলাম।
শিবির সমর্থিত প্যানেল : বিকালে রাকসু কার্যালয়ের সামনে শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমিন প্যানেল ঘোষণা করেন। প্যানেলের নাম ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। তারা তাদের প্যানেলকে ‘ইনক্লুসিভ’ হিসাবে দাবি করেছেন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। সহ-সাধারণ সম্পাদক পদে লড়বেন স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের সভাপতি এসএম সালমান সাব্বির। ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন হামিদুল্লাহ নাঈম, সহ-ক্রীড়া সম্পাদক আবু সাইয়্যেদ সামী, সাংস্কৃতিক সম্পাদক পদে জায়িদ হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, মহিলা সম্পাদক পদে সাইয়্যেদা হাফসা, সহ-মহিলা সম্পাদক সামিয়া জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক পদে নাজমুস সাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে মুজাহিদুল ইসলাম, সহ-মিডিয়া সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে হাচান হাওলাদার ও সহ-বিজ্ঞান সম্পাদক মুজাহিদুল ইসলাম সায়েম প্রার্থী।
এছাড়া বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমরান লস্কর, সহ-বিতর্ক সম্পাদক নয়ন মুরসালীন, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাসুদ, সহ-সমাজসেবা সম্পাদক পদে মাসুমা ইসরাত মুমু, নির্বাহী সদস্য পদে দ্বীপ, সুজন চন্দ্র, মো. ইমজিয়াউল হক ও খালিদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আরও পড়ুন