রাকসু নির্বাচনে সবচেয়ে বয়স্ক প্রার্থী ৫১ বছরের মোর্শেদ
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫১ বছরের শাহরিয়ার মোর্শেদ খান। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী। তার বাড়ি সিরাজগঞ্জে।
জানা যায়, ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন; কিন্তু পারিবারিক সমস্যার কারণে স্নাতক পরীক্ষার ঠিক আগের রাতে তাকে পড়ালেখা ছেড়ে বাড়ি ফিরে আসতে হয়। এরপর বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার পর তার মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হওয়া প্রয়োজন। তাই পুনরায় ভর্তি পরীক্ষা দিয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
মোর্শেদ বলেন, আমি ব্যক্তিগতভাবে একজন সংগ্রামী মানুষ। আমাকে যারা চেনেন, তারাও সংগ্রামী হিসেবেই চেনেন। এই বয়সে তরুণদের সঙ্গে নির্বাচন করতে যাচ্ছি।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ সম্পর্কে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কিভাবে শিক্ষার্থীদের স্বার্থকে উপেক্ষা করে, তা খুব কাছ থেকে দেখেছি। নির্বাচিত হওয়ার পর তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল থাকে না। তাই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে তাদের পাশে থাকতে চাই, তাদের হয়ে কথা বলতে চাই।
নিজের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে মোর্শেদ বলেন, আমার প্রধান লক্ষ্য থাকবে সেশন জট শূন্যের কোঠায় নামিয়ে আনা। এছাড়াও শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, ডাইনিংয়ে খাবারের মান উন্নয়ন ও মূল্য কমানো এবং ক্যাম্পাসের রাস্তাঘাট সংস্কারের বিষয়ে কাজ করব।
আরও পড়ুন