Advertisement

শহীদ কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা দিল কুবিসাস

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

ছবি: যুগান্তর
ছবি: যুগান্তর

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

শুক্রবার ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক বিশেষ সাময়িকী ‘রক্তিম জুলাই’ এর মোড়ক উন্মোচনে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আব্দুল কাইয়ুমের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। এ সম্মাননা স্মারকটি তুলে দেন কুবিসাসের সভাপতি সাঈদ হাসান।

সাঈদ হাসান বলেন, আমরা শহীদ ও তাদের ত্যাগকে ধারণ করি। সেই ধারণ করা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা প্রদান করেছি। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আমাদের করা বিশেষ সাময়িকী ‘রক্তিম জুলাই’ কাইয়ুমসহ আন্দোলনে শহীদ হওয়া সাংবাদিকদের উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, শহীদদের শেষ নি:শ্বাসে আমরা বেঁচে আছি। তাদের শেষ নি:শ্বাস এই বাতাসে মিশে আছে, সেই নি :শ্বাস আমরা গ্রহণ করি।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা ও সাংবাদিকরা এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। জুলাইয়ে সংবাদ সংগ্রহে গিয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় বাহিনীর কাছেও বাধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকরা। এ আন্দোলন হঠাৎ করে আসেনি, এটা শহীদদের আত্মত্যাগের ফল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদের নেতৃত্ব আমাদের আশা জাগিয়েছে। সাংবাদিকদের উচিত সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করা।

উল্লেখ্য, আব্দুল কাইয়ুম গত বছরের ৫ আগস্ট ঢাকায় আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ৬ আগস্ট ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

Lading . . .