Advertisement
  • হোম
  • শিক্ষা
  • ভ্রুণ হত্যার দায়ে অভিযুক্ত জাবির সাবেক শিক্ষার্থী ...

ভ্রুণ হত্যার দায়ে অভিযুক্ত জাবির সাবেক শিক্ষার্থী ছাত্রদলের কমিটিতে

যুগান্তর

প্রকাশ: ১০ আগস্ট, ২০২৫

সৈয়দ শাহ শাফায়েত ঋদ্ধ। সংগৃহীত ছবি
সৈয়দ শাহ শাফায়েত ঋদ্ধ। সংগৃহীত ছবি

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার বর্ধিত আহ্বায়ক কমিটি ও নতুন হল কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পদ পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও ভ্রুণ হত্যায় অভিযুক্ত সৈয়দ শাহ শাফায়েত ঋদ্ধ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্স বিভাগে প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত।

‎শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সাক্ষরিত এবং জাবি শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দীন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক অনুমোদিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

‎বর্ধিত কমিটিতে সদস্য পদে এবং আল-বেরুনী হল কমিটির সিনিয়র সহ-সভাপতি পদ পেয়েছেন সৈয়দ শাহ শাফায়েত ঋদ্ধ। ঋদ্ধর বিরুদ্ধে এবছরের ৯ মে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে এক নারী শিক্ষার্থী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোরপূর্বক গর্ভপাতের অভিযোগ করে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রে জানা গেছে।

‎ভ্রুণ হত্যার দায়ে অভিযুক্ত ঢাবি পড়ুয়া জাবির সাবেক শিক্ষার্থী ছাত্রদলের কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে জাবি ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘আমি তার পদ পাওয়ার বিষয়টা সম্পর্কে অবগত না। তাই, এ ব্যাপারে এখন কিছুই বলতে পারবো না।’

আরও পড়ুন

Lading . . .