প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন-২০২৫ এর মনোনয়নপত্র বিতরণের সময় শেষ হয়েছে বুধবার। এর মধ্যে রাকসু নির্বাচনে ২৩টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৩৯৫ জন। আর সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের পাঁচটি পদে ৮৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া হল সংসদ নির্বাচনে ৭৫৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন রাকসু নির্বাচনে ৪১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া সিনেট নির্বাচনে ৫ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। সবমিলিয়ে রাকসু ও সিনেট নির্বাচনে ৪৭৯টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার রাকসু নির্বাচনের সহসভাপতি (ভিপি) পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১০ জন মনোনয়নপত্র নিয়েছেন।
রাকসুর অন্যান্য পদের মধ্যে ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৮ জন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৫ জন ও সহকারী সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৫ জন ও সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৪ জন, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৯ জন ও সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৫ জন, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৭ জন ও সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদে ৪ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৩ জন ও সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৬ জন, বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৩ জন এবং সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে ৪ জন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১৩ জন ও সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে কার্যনির্বাহী সদস্য পদে; যেখানে ৪ পদের বিপরীতে ৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ছাত্রদল, ছাত্রশিবির, গণ-ছাত্রজোট, সচেতন শিক্ষার্থী পরিষদ, আধিপত্যবাদবিরোধী ঐক্য, অপরাজেয় ৭১ জাগ্রত ২৪, আফরিন জাহান, তৌহিদুল ইসলাম, নাজমুস সাকিব প্রভৃতি প্যানেল উল্লেখ করে ২১৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে কে, কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা জানানো হয়নি। এ ছাড়া কোনো পদ ও প্যানেল উল্লেখ না করে ১৮১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহের বিস্তারিত তথ্য জানা যাবে মনোনয়নপত্র দাখিলের দিন।
প্রাধ্যক্ষ পরিষদ সূত্র জানায়, হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয় সংশ্লিষ্ট হল প্রাধ্যক্ষের কার্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ১৭টি আবাসিক হল আছে। এর মধ্যে ছাত্র হল ১১টি এবং ছাত্রী হল ৬টি। হল সংসদের ১৫টি পদে ১৭টি হলে মোট মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে ৭৫৪টি।
এর মধ্যে জুলাই-৩৬ হলে ৪২টি, রোকেয়া হলে ৩০টি, মন্নুজান হলে ৪০টি, বেগম খালেদা জিয়া হলে ২৫টি, তাপসী রাবেয়া হলে ৩৮টি, রহমতুন্নেছা হলে ৩৫টি, শেরেবাংলা হলে ৫০টি, হবিবুর রহমান হলে ৫৩টি, মাদার বখ্শ হলে ৫০টি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৬২টি, মতিহার হলে ৫৫টি, বিজয়-২৪ হলে ৪০টি, সৈয়দ আমীর আলী হলে ৪৮টি, নবাব আব্দুল লতিফ হলে ৩৬টি, শহীদ শামসুজ্জোহা হলে ৪৬টি, শহীদ জিয়াউর রহমান হলে ৫৪টি এবং শাহ মখদুম হলে ৫০টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।
সংশোধিত তফশিল অনুযায়ী, ২৪ আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। এরপর চার দফা মনোনয়নপত্র বিতরণের সময় বৃদ্ধি করে শেষ সময় নির্ধারণ করা হয় বুধবার।
আরও পড়ুন