ইডেন কলেজে সংবাদ সংগ্রহে বাধা: শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ
প্রকাশ: ৬ আগস্ট, ২০২৫

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজে সাংবাদিকতার স্বাধীনতা হুমকির মুখে পড়েছে।
কলেজ সাংবাদিক সমিতির সরাসরি সংবাদ সম্প্রচারে একাধিকবার বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী ও সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা গেছে, কলেজের হযরত আয়েশা সিদ্দিকা (রা.) ছাত্রীনিবাসে বরখাস্ত হওয়া অফিস সহকারী স্মৃতি ইসলামের মালামাল সরানোর সময় এ ঘটনা ঘটে। ঘটনার সময় সাংবাদিক সমিতির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে লাইভ সম্প্রচারের চেষ্টা করলে বাধা দেন অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নয়নমণি (রুম নম্বর ২১৪), তার রুমমেট টুকটুকি এবং ৪১২ নম্বর রুমের শিক্ষার্থী ফারজানা।
স্মৃতি ইসলামকে দুই মাস আগে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা হয়। সে সময় তিনি ছুটিতে ছিলেন। পরবর্তীতে তাকে কলেজে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তার অনুপস্থিতিতে রুমটি সিলগালা করা হয়।

ইডেন কলেজে হল ক্যান্টিনের খাবারে পোকামাকড়, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে—“একজন সাধারণ শিক্ষার্থী কীভাবে সাংবাদিক কার্যক্রমে বাধা দেয়?” শিক্ষার্থীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিকদের নিরাপদভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
ইএইচ