প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে বানরের আঁচড়ে শিক্ষক-স্টাফসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ম. জিয়া উদ্দীন।
আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ও ৬ জন শিক্ষার্থী রয়েছেন। আবাসিক শিক্ষার্থী আব্দুল মালেক বলেন, সকালে মিড দেওয়ার জন্য তাড়াহুড়ো করে বের হওয়ার সময় হঠাৎ বানরটি খামচি মারে। এতে হালকা রক্তপাত হয়।
কুবি মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান জানান, সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জলাতঙ্কের ঝুঁকি থাকায় কুমিল্লা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রাধ্যক্ষ ম. জিয়াউদ্দীন বলেন, আমাদের এক স্টাফকে আঁচড় দিয়েছে। বিষয়টি বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরকে জানানো হয়েছে। তারা দ্রুত বানরটিকে নিরাপদভাবে সরিয়ে নেবে বলে আশ্বস্ত করেছেন।
আরও পড়ুন