Advertisement
  • হোম
  • শিক্ষা
  • অভ্যুত্থানের পর দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে: অ...

অভ্যুত্থানের পর দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে: অ্যাটর্নি জেনারেল

যুগান্তর

প্রকাশ: ৯ আগস্ট, ২০২৫

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ফাইল ছবি
অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এখন আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে না। অতীতে সাধারণ মানুষের বিরুদ্ধে পুলিশের গায়েবি ও মিথ্যা মামলার যে অভিযোগ ছিল, সেটাও এখন আর শোনা যাচ্ছে না। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। গত এক বছরে কেউ রাজনৈতিক প্রতিহিংসার জেরে গুম হওয়ার ঘটনা হয়নি এবং রাতের আঁধারে তুলে নেওয়ার আতঙ্ক মানুষের মন থেকে দূর হয়েছে। হাতে গোনা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেগুলো সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত লাল জুলাইয়ের কবিতা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, অভ্যুত্থানে শহীদ ইয়ামিনের পিতা, আহত খোকন চন্দ্র বর্মন, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল বিচার বিভাগের সংস্কার এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া। প্রধান বিচারপতির নেতৃত্বে দেশজুড়ে বিচার বিভাগের সংস্কার চলছে। এর ফলে অসংখ্য দুর্নীতিবাজ ও অপরাধীকে বিচারের মুখোমুখি করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশের ইতিহাস সংগ্রামের পাতায় আমরা ৯০-এর সংগ্রামকে বাদ দিয়ে আমাদের লড়াইয়ের কথা চিন্তা করি। আমরা তা প্রত্যাশা করি না। বাংলাদেশের লড়াই সংগ্রামে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ইতিহাসের অনন্য অধ্যায়। সর্বশেষ জুলাই বিপ্লব আমাদের অহংকারের অংশ। কিন্তু এই সংগ্রামকে ধারণ করতে গিয়ে যদি আমরা গৌরবোজ্জ্বল অতীত সংগ্রামের কথা ভুলে যাই, তবে ভবিষ্যতে যে কোনো নতুন সংগ্রামের আগেই সেই বিস্মৃতি আমাদেরকে নিষ্ক্রিদ্ধয় করে ফেলবে।

আরও পড়ুন

Lading . . .