জাকসু নির্বাচন : তাজউদ্দিন হলে ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ
প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে তাজউদ্দিন আহমেদ হলে অনিয়মের অভিযোগের কারণে ভোটগ্রহণ এক ঘণ্টা বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীদের দাবিতে ওই কেন্দ্রে ভোট স্থগিত রাখা হয়। পরে সাড়ে ১২টার দিকে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
জানা গেছে, শিক্ষার্থীরা ইনডেক্স কার্ড ও আইডি কার্ড যাচাই সংক্রান্ত জটিলতা এবং অনিয়মের অভিযোগ তুলে ভোট স্থগিত রাখার দাবি জানান। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। অনিয়মের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত ভোট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা।
আরো পড়ুন : জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু
হল প্রভোস্ট লুৎফুল এলাহী বলেন, ভোট দেওয়া ১৪৩ জন শিক্ষার্থীকে সাংবাদিকদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হবে। ভোটার লিস্ট প্রকাশ করা হবে এবং কোনো ত্রুটি থাকলে তা বাতিল করা হবে।
এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৩ জন, যার মধ্যে ৫ হাজার ৭২৮ জন নারী এবং ৬ হাজার ১৫ জন পুরুষ শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল ৫টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রে ২২৪টি বুথে ভোটগ্রহণ চলছে।