প্রকাশ: ২২ আগস্ট, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৪টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামের এ প্যানেল।
এ প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উমামা ফাতেমা, জিএস পদে আল সাদী ভূইয়া এবং এজিএস পদে জাহেদ হোসেন।
অন্যান্য পদে প্রার্থীরা হলেন —
সদস্য পদে রয়েছেন — ববি বিশ্বাস, নওরীন সুলতানা তমা, আবির হাসান, রক্তবীজ অর্ক বড়ুয়া, রাফিউল হক রাফি, আব্দুল্লাহ আল মুবিন (রিফাত), সাদেকুর রহমান সানি, মো. মুকতারুল ইসলাম (রিদয়), হাসিবুর রহমান, আবিদ আব্দুলাহ, মো. হাসান জুবায়ের (তুফান), মো. সজিব হোসেন, মো. শাকিল, নেওয়াজ শরীফ আরমান এবং আবিদ আব্দুলাহ।
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসুর ২৮টি পদে এবার জমা পড়েছে মোট ৫০৯টি মনোনয়নপত্র। এর আগে বিক্রি হয়েছিল ৬৫৮টি, যার মধ্যে জমা পড়েনি ১৪৯টি।
অন্যদিকে ১৮টি হলে অনুষ্ঠিতব্য হল সংসদ নির্বাচনের জন্য জমা পড়েছে ১ হাজার ১০৯টি মনোনয়নপত্র। বিক্রি হয়েছিল ১ হাজার ৪২৭টি, তবে জমা হয়নি ৩১৮টি।
আরও পড়ুন