Advertisement
  • হোম
  • শিক্ষা
  • ডাকসু নির্বাচনে যে নিয়ম ভাঙলে বাতিল হতে পারে ছাত্র...

ডাকসু নির্বাচনে যে নিয়ম ভাঙলে বাতিল হতে পারে ছাত্রত্ব

যুগান্তর

প্রকাশ: ২৭ আগস্ট, ২০২৫

24obnd

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ, পারিবারিক বা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কাউকে অপদস্থ করার চেষ্টা করলে প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি ছাত্রত্বও বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।

মঙ্গলবার (২৬ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশন এসব কথা জানন।

নির্বাচন কমিশনাররা বলেন, নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায্য করার জন্য এই ধরনের কোনো ভেদাভেদমূলক প্রচারণা বরদাস্ত করা হবে না। ধর্ম বা পারিবারিক পরিচয়কে কেন্দ্র করে বিভাজন সৃষ্টি করলে কমিশন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

নির্বাচন কমিশন আরও বলেছে, নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।

কমিশন বলেছে, ভোটের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ভোটের দিন এবং এর আগের দিন মেট্রোর টিএসসি স্টেশন বন্ধ থাকবে এবং ওই সময়ে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশও নিষিদ্ধ।

আগামী ৯ সেপ্টেম্বর সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হবে। এদিকে আজ থেকে ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীরা প্রচার চালাতে পারবেন।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে। তবে ছাত্রীদের হলগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ থাকবে। প্রচারণা চালানোর ক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি।

এদিকে গতকাল সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২১ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। যাদের মধ্যে কয়েকজন ছাত্রদলের। এ বিষয়ে জানান, ঘোষিত প্যানেলে ঠাঁই না হওয়ায়, দলীয় সিদ্ধান্তেই সরে দাঁড়াচ্ছেন তারা।

এ ছাড়া বিভিন্ন অভিযোগে বাতিল হওয়া মনোনয়নপত্রের ওপর আপিল করেছিলেন ৩৪ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে তাদের সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

গত রোববার ডাকসু ও হল সংসদ নির্বাচনের আপিল ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনাল কমিটি একটি বৈঠক করেছে। বৈঠকে জুলিয়াস সিজার তালুকদার ও বায়েজিদ বোস্তামী নামের দুই শিক্ষার্থীকে ভোটার ও প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়। পরে সোমবার নিষিদ্ধ সংগঠনে জড়িত ও সন্ত্রাসী কর্মকান্ডে সংশ্লিষ্ট থাকার প্রমাণ মেলায় তাদের প্রার্থিতা ও ভোটার বাতিল করা হয়।

এদিকে জুলিয়াস সিজার প্রধান রিটার্নিং কর্মকর্তা বরাবর এক চিঠিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ন্যায়বিচারের অনুরোধ জানিয়েছেন।

Lading . . .