Advertisement

ডাকসু নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ৮ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া
ডাকসু নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন কমিশন অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ১১ মাসের প্রস্তুতি, বহু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, বহু বাধা-বিপত্তি অতিক্রম করে আজকে এই চূড়ান্ত পর্যায়ে এসেছি। ডাকসুকে ঘিরে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলে যতটুকু সম্ভব নিখুঁতভাবে করার চেষ্টা করছি। আমাদের প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, ভলান্টিয়ার টিমসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। সাংবাদিকরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে।

উপাচার্য বলেন, তিনটি কারণে ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। প্রথমত, এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি। এই দাবি উত্তরোত্তর বেড়ে পরবর্তীতে পুরো জাতির মধ্যে জড়িয়ে পড়েছে।

দ্বিতীয়ত, গণঅভ্যুত্থানে মূল্যবোধের সাথে ডাকসু সক্রিয় করা সরাসরি প্রাসঙ্গিক। তৃতীয়ত, এটি আমাদের সবাইকে একসাথে করেছে। বিভিন্ন অংশীজনদের সাথে সম্পর্ক গড়ে উঠেছে।

অধ্যাপক নিয়াজ আহমদ খান আরও বলেন, এইবারের ডাকসু নির্বাচনে প্রথমবারের মতো অনেক বিষয় ঘটছে। যেমন: প্রথম বারের মতো চল্লিশ হাজার শিক্ষার্থী ভোট দেবেন। তাছাড়া ৮১০টি বুথ রয়েছে, সাধারণত আগের নির্বাচনে ২০০-২৫০টি বুথ ছিল।

উপাচার্য বলেন, প্রথমবারের মতো এত বড় আয়োজন হচ্ছে। তাছাড়া রিটার্নিং কর্মকর্তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ নেই। আমরা এমন শিক্ষকদের দায়িত্ব দিয়েছি, যাদের গ্ৰহণযোগ্যতা সবার কাছে রয়েছে।

এফএইচ/এমজেএফ

Lading . . .