নটর ডেম ইংলিশ ক্লাব ‘লাইট উইদিন দ্য মাস্কারেড’ সম্পন্ন
প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশ (এনডিইউবি) ইংলিশ ক্লাবের (এনডিইউবি ইসি) আয়োজনে আন্তঃবিভাগীয় সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতা ‘লাইট উইদিন দ্য মাস্কারেড’-এর ফাইনাল অনুষ্ঠিত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এ আয়োজন।
আগস্টের ২৬ তারিখ থেকে শুরু হওয়া বাছাইপর্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন প্রবন্ধ রচনা, উপস্থিত বক্তৃতা, কবিতা লেখা, কসপ্লে ও নাটিকা পরিবেশনা। চূড়ান্ত পর্বে ছিল মনোমুগ্ধকর নাট্য পরিবেশনা, বর্ণাঢ্য কসপ্লে প্রদর্শনী ও বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দের বক্তব্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. ফাদার চার্লস বি. গর্ডন, সি এস সি। তিনি শিক্ষার্থীদের সাংস্কৃতিক সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন।
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক গোলাম সরোয়ার চৌধুরী বলেন, আমরা সবাই মুখোশ পরে বাঁচি—কখনো সমাজ চাপিয়ে দেয়, কখনো ভয়, উচ্চাকাঙ্ক্ষা বা টিকে থাকার প্রয়োজনে আমরা নিজেরাই তৈরি করি। মুখোশ মিথ্যা নয়, এটি অনেক সময় ঢাল। সাহিত্য ও জীবনে ‘লাইট উইদিন দ্য মাস্কারেড’ আসলে আমাদের অন্তরের আলো—দৃশ্যমান হওয়ার সাহস।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জনপ্রিয় অভিনেতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ঐক্যজোটের সভাপতি শহীদুজ্জামান সেলিম। তিনি শিক্ষার্থীদের এই উদ্যোগকে তারুণ্যের সাংস্কৃতিক ও সাহিত্যিক উচ্ছ্বাসের প্রতিফলন হিসেবে অভিহিত করে বলেন, এটি কেবল প্রতিযোগিতা নয়, এটি সৃজনশীলতার উৎসব।
পুরস্কার বিতরণী ও বিদায়ী সংবর্ধনার মাধ্যমে অংশগ্রহণকারীদের অবদানকে স্বীকৃতি জানানো হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন এনডিইউবির স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর সিস্টার শাগরিক মারিয়া গোমেজ, সিএসসি। তিনি বলেন, ‘লাইট উইদিন দ্য মাস্কারেড’ আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আবেগের প্রতিফলন। শহীদুজ্জামান সেলিম স্যারের উপস্থিতি সবার জন্য এক বিরাট অনুপ্রেরণা।
আরও পড়ুন