প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা: সকাল থেকে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের কৌতূহলের যেন শেষ নেই। অনেকেই শাহবাগ মোড়ের ঢাবি প্রবেশ পথে এসে দাঁড়িয়ে নির্বাচনী পরিবেশ প্রত্যক্ষ করার চেষ্টা করছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ মোড়ে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের ভেতরে পুলিশের সদস্যরা অবস্থান করছেন। বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের পরিচয়পত্র যাচাই করে প্রবেশের অনুমতি দিচ্ছেন।
তেজগাঁওয়ের তেজকুনি পাড়া থেকে আসা মোহাম্মদ আকরাম বলেন, সকাল ১১টার দিকে এখানে এসেছি নির্বাচনী পরিবেশ দেখতে। তবে প্রবেশ করতে পারছি না। আমি জানতাম না যে আইডি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না।
বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানার সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাব সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, এখন পর্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সব প্রবেশপথ, ভোটকেন্দ্রসহ পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে।
প্রার্থীদের কিছু ছোটখাটো অভিযোগ থাকলেও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি।
এমএমআই/এসআইএস