Advertisement

সেই আলী হুসেনের ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা

বাংলানিউজটোয়েন্টিফোর

প্রকাশ: ৪ সেপ্টেম্বর, ২০২৫

সেই আলী হুসেনের ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা
সেই আলী হুসেনের ‘রাজনৈতিক সংশ্লিষ্টতা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের এক প্রার্থীকে ‘গণধর্ষণের হুমকি’ দেওয়া আলী হুসেনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও তথ্যানুসন্ধান কমিটির সদস্য শেহরীন আমিন ভূঁইয়া।

তিনি বলেন, আমাদের কাছে এমন কোনো প্রমাণ হাতে আসেনি, যাতে আমরা তার সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাব।

সহকারী প্রক্টর আরও বলেন, আমরা আলী হুসেনকে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে জিজ্ঞেস করেছি। সে বলেছে, তার সঙ্গে কোনো দল বা রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। এটি আমাদের তদন্তের বিষয় ছিল না। তাও আমরা জিজ্ঞেস করেছি।

‘আমরা জিজ্ঞেস করেছি, তুমি কী মনে করে এমন একটি ভয়াবহ মন্তব্য করেছো? তখন সে ক্ষমা চেয়ে বলেছে, ডাকসু নিয়ে সে অনেক আবেগী ছিল এবং হঠাৎ করে এমন ঘটনা দেখে সে ওই মন্তব্য করেছে। ’

শেহরীন আমিন বলেন, আমার ধারণা সে একটু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা মেন্টালি আনস্টেবল। আমরা এটিকে সিরিয়াস ধরে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠিয়েছি।

তিনি বলেন, তার এই এই ধরনের টেন্ডেন্সি আগেও ছিল। মেয়েদের একটু খাটো করে কথা বলা। আমরা এটিকে বিদ্যমান আইন অনুযায়ী অপরাধ ধরে সুপারিশ করেছি।

এদিকে ওই প্রার্থীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে প্রতিষ্ঠান থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এফএইচ/এইচএ/

Lading . . .