Advertisement
  • হোম
  • শিক্ষা
  • সাংবাদিক হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মান...

সাংবাদিক হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন

আমার সংবাদ

প্রকাশ: ৮ আগস্ট, ২০২৫

সাংবাদিক হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন
সাংবাদিক হত্যার বিচার চেয়ে জবি সাংবাদিক সমিতির মানববন্ধন

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস)।

শুক্রবার জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে জবিসাসের দপ্তর সম্পাদক ও দৈনিক যুগান্তর-এর প্রতিনিধি সাকেরুল ইসলাম বলেন, “সাংবাদিক তুহিনকে হত্যা শুধু একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, এটি গোটা গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

জবিসাসের সহ-সভাপতি ও দ্য ডেইলি সান-এর প্রতিবেদক আসাদুল ইসলাম বলেন, “রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার সাংবাদিকদের উপর এ ধরনের বর্বর হামলা সেই দায়িত্ব পালনে রাষ্ট্রের ব্যর্থতাকেই নির্দেশ করে। সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য কাজ করেন—তাদের ওপর হামলা মানেই সত্যকে দমিয়ে রাখার অপচেষ্টা। এ ধরণের ঘটনায় বিচার না হলে সমাজে নৈরাজ্য ও আতঙ্ক ছড়িয়ে পড়বে।”

মানববন্ধনে জবিসাস সভাপতি ও দৈনিক সমকাল-এর প্রতিবেদক ইমরান হুসাইন বলেন, “আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি ও দুর্নীতির চিত্র তুলে ধরি। কিন্তু যখন আমাদের নিরাপত্তাই নিশ্চিত করা হয় না, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”

অনুষ্ঠানে জবিসাসের সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠ-এর প্রতিনিধি মো. জুনায়েদ শেখের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন— জবিসাসের অর্থ সম্পাদক ও নয়াদিগন্ত-এর প্রতিনিধি নুর আলম, কার্যনির্বাহী সদস্য ও আমার সংবাদ-এর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দ্য নিউ নেশন-এর প্রতিনিধি আব্দুর রাকিব, আমাদের সময়-এর প্রতিনিধি রাকিবুল ইসলাম, ডেইলি স্টার-এর প্রতিনিধি রাকিব মাদবর প্রমুখ।

বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ইএইচ

Lading . . .