Advertisement

শাহরুখ-রানীদের হাতে কবে উঠছে জাতীয় পুরস্কার?

চ্যানেল আই

প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫

প্রায় দেড় মাস আগে ঘোষণা করা হয় ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। অবশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তারিখ নির্ধারিত হলো।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আগামী ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

চলতি বছরের সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে আছেন শাহরুখ খান ও বিক্রান্ত ম্যাসি। দুজনেই যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন যথাক্রমে ‘জওয়ান’ এবং ‘টুয়েভলথ ফেইল’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য।

অভিনেত্রী রানী মুখার্জী জিতেছেন সেরা অভিনেত্রীর পুরস্কার, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’-তে শক্তিশালী অভিনয়ের জন্য তিনি পাচ্ছেন এই স্বীকৃতি।

বিদু ভিনোদ চোপড়া পরিচালিত ‘টুয়েভলথ ফেইল’ জিতেছে সেরা চলচ্চিত্রের পুরস্কার। এছাড়া করণ জোহরের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ পেয়েছে সেরা জনপ্রিয় চলচ্চিত্র (সুস্থ বিনোদন) পুরস্কার। গায়িকা শিল্পা রাও পেয়েছেন সেরা নারী প্লেব্যাক সিঙ্গার পুরস্কার, শাহরুখ অভিনীত ‘জওয়ান’ ছবির জনপ্রিয় গান চলেয়া গাওয়ার জন্য।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে শাহরুখ খান, রানী মুখার্জী, বিক্রান্ত ম্যাসি ও বিদু ভিনোদ চোপড়া ছাড়াও উপস্থিত থাকবেন করণ জোহর, শিল্পা রাওসহ আরও অনেক তারকা।

এক সূত্রে জানা গেছে, বিজয়ী ও জুরি সদস্যদের কাছে ইতোমধ্যেই আনুষ্ঠানিক চিঠি ও আমন্ত্রণ পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারীরা বিমান টিকিট, আবাসন এবং দিল্লি বিমানবন্দর থেকে যাতায়াতের সুবিধা পাবেন।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে সে বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড (সিবিএফসি) কর্তৃক অনুমোদিত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে। ডিএনএ ইন্ডিয়া

Lading . . .